২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ, ৪০ লক্ষের গণ্ডি টপকালো ভারত

২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ, ৪০ লক্ষের গণ্ডি টপকালো ভারত

596f1e3e9e3a729f9523332e964e47e4

নয়াদিল্লি: দেশে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ৷ গত পাঁচ দিনে বিশ্বে নতুন করে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ স্থানে রয়েছে ভারত৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৩২ জন৷ যার জেরে দেশে আক্রান্তের সংখ্যা পেরলো ৪০ লক্ষের গণ্ডি৷  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন। গত ২০ দিন ধরেই আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে অনেক বেশি নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন মানুষ। কিন্তু গত দু’দিনে ভারতে সংক্রমণ এই দু’টি দেশের তুলনায় অনেক বেশি হয়েছে। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে রয়েছে আমেরিকা৷ সে দেশে আক্রান্তের সংখ্যা ৬২ লক্ষ৷ দ্বিতীয় স্থানে থাকে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৯১ হাজার৷ 

আরও পড়ুন- লাদাখ পরিস্থিতির ফায়দা নিলে বিরাট ক্ষতি হবে পাকিস্তানের, হুঁশিয়ারি রাওয়াতের

আমেরিকা আর ব্রাজিলের পরেই রয়েছে ভারত৷ ভারতে কোভিড আক্রান্ত ৪০ লক্ষ ২৩ হাজার৷ মাত্র ১৩ দিনের মধ্যে ৩০ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লক্ষে৷ যা আমেরিকা ও ব্রাজিকেও ছাপিয়ে গিয়েছে৷ এ ভাবে বাড়তে থাকলে আগামী সপ্তাহেই ব্রাজিলকে পিছনে ফেলে সংক্রমণের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে চলে আসবে ভারত। 

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে সবচেয়ে বেশি মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন৷ সারা দেশের মধ্যে ৬২ শতাংশ করোনা আক্রান্ত রয়েছে এই পাঁচ রাজ্যে৷ গত চার সপ্তাহ ধরে এই পাঁচ রাজ্যের ১৫টি জেলায় সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত ও মৃত্যুর হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে৷ আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ২১৮৷ সংক্রমণ কিছুটা কমলেও গত কয়েক দিনে দিল্লিতে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর নয়া নির্দেশিকায় বলা হয়েছে, কনটেনমেন্ট জোনের প্রত্যেক বাসিন্দাকে ব়্যাপিড অ্যান্টেজেন টেস্টিং (আরএটি) কিট দিয়ে টেস্ট করতে হবে৷ 

আরও পড়ুন- বন্ধ PUBG, বিকল্প স্বদেশি গেম FAU-G আনছেন অক্ষয়, আয়ের ২০% সেনাকে অনুদান!

প্রতিদিন বেড়ে চলা আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ালেও, প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন৷ যা অনেকটাই স্বস্তি দিয়েছে মানুষকে৷ এখনও পর্যন্ত মোট ৩১ লক্ষ ৭ হাজার ২২৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন৷ অর্থাৎ দেশে মোট আক্রান্তের ৭৭ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *