নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ আর মাত্র তিন দিন বাদেই ইংরেজি নববর্ষ৷ করোনার ছোবলে ২০২০ হয়ে উঠেছিল সারা বিশ্বের কাছে এক অভিশাপ৷ আগামী বছর নতুন আশা নিয়েই শুরু করতে মরিয়া তামাম দুনিয়া৷ কিন্তু আগামী বছর কতগুলি গ্রহণ দেখবে বিশ্ব? জানা গিয়েছে, ২০২১ সালে বিশ্ববাসী মোট চারটি গ্রহণের সাক্ষী থাকবে৷ এর মধ্যে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ৷ ২০২১ সালে গ্রহণের সাক্ষী থাকবে ভারতও৷ ভারতে দৃশ্য হবে মোট দু’টি গ্রহণ৷ এমনটাই জানালেন উজ্জ্বয়িনীর জিওয়াজি পর্যবেক্ষণ কেন্দ্রের সুপারিন্টেন্ডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রকাশ গুপ্তা।
আরও পড়ুন- প্রযুক্তির অগ্রগতির পথে আরও একধাপ, চালকবিহীন মেট্রো সূচনা করলেন প্রধানমন্ত্রী
আগামী ২৬ মে ভারতে দৃশ্য হবে প্রথম চন্দ্রগ্রহণ৷ পশ্চিমবঙ্গ, ওডিশার উপকূলবর্তী এলাকা এবং সিকিম ছাড়া উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে৷ ভারতের অন্যান্য জায়গার চেয়ে উত্তরপূর্বে আগে চাঁদ দেখা যায়৷ ফলে এই সকল জায়গাগুলি থেকে গ্রহণ দেখার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন রাজেন্দ্র প্রকাশ গুপ্তা৷ চাঁদের প্রায় ১০১.৬ শতাংশ জুড়ে চাঁদের ছায়া থাকবে বলেও জানিয়েছেন তিনি৷
আরও পড়ুন- ৬৪ বছর বয়সে মেডিক্যালের প্রবেশিকা পাশ, MBBS-এ ভর্তি হলেন প্রৌঢ়
অন্যদিকে, সূর্যগ্রহণ হবে ২৬ জুন৷ কিন্তু ভারতে তা দৃশ্যমান হবে না৷ বলা হচ্ছে এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ৯৪.৩ শতাংশ অংশ ঢেকে ফেলবে৷ ফলে ‘রিং অফ ফায়ার’-এর সাক্ষী হবে মানুষ৷ এতো গেল পূর্ণ গ্রহণ৷ এর পর অর্ধ চন্দ্রগ্রহণ দেখা যাবে ১৯ নভেম্বর৷ উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ ও অসম থেকে এই গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন গুপ্তা৷ খুব কম সময়ের জন্য এই গ্রহণের সাক্ষী থাকবে ভারতের মানুষ৷ চন্দ্রগ্রহণের মোক্ষম সময় ৯৭.৯ শতাংশ জুড়ে পড়বে পৃথিবীর ছায়া৷ এর পর বছরের শেষে ৪ ডিসেম্বর ফের হবে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ৷ কিন্তু ভারত থেকে তা দৃশ্য হবে না৷