নয়াদিল্লি: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) থেকে যে রিটার্ন মিলছে তাতে নাখুশ অনেক বিনিয়োগকারীই৷ সিআইপি-এর সমালোচকরা বলছেন, এই পরিকল্পনার মধ্যে একটি মৌলিক ত্রুটি রয়েছে৷ কারণ বাজার মূল্য নির্বিশেষে এখানে প্রতি মাসে একই মূল্য বিনিয়োগ করতে হয়৷ গত তিন বছরে এসআইপি থেকে কম রিটার্ন আসার জন্য বাজারের মেরুকরণকেই দোষারোপ করেছেন বিশেষজ্ঞরা৷ সেইসঙ্গে কী ভাবে এসআইপি থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে সেই পন্থাও বাতলেছেন তাঁরা৷
একাধিক অনলাইন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এসেছে ‘ভ্যালু এসআইপি’ অফার৷ এই সিস্টেমে যদিন আপনি প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন এবং পরের মাসে তা ৫ হাজার ৫০০ তে গিয়ে দাঁড়ায়, তবে এই সিস্টেমে আপনার অ্যাকাউন্ট থেকে ৪ হাজার ৫০০ টাকা কাটা হবে৷ ফলে লাভবান হবেন অপনি৷
আরও পড়ুন- খাতায়-কলমে নিষেধাজ্ঞা, বাস্তবে চলছে ‘পাবজি’র খেল
এসআইপি-তে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে অনেক ক্ষেত্রেই ১২ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। বেশ কিছু সংস্থা ২০ বছর বয়সী বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ABSL ডিজিটাল ইন্ডিয়া ফান্ড ১৪.৯১ শতাংশ, ABSL ইক্যুইটি ১৭.১৯ শতাংশ রিটার্ন দেয়।
এসআইপি প্ল্যানে প্রতি মাসে দিতে হবে ৫ হাজার টাকা৷ অর্থাৎ প্রতিদিন ১৬৭ টাকা৷ এর ফলে বছরে ১২ শতাংশ রিটার্ন দিলে ২৮ বছরে ১.৪ কোটি টাকা আয় করতে পারবেন৷ ৩০ বছরে তা হবে ১.৮ কোটি টাকা এবং ৩৫ বছরে ৩.২৪ কোটি টাকা৷ তবে দীর্ঘ মেয়াদী পর্যায়ে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়৷
আরও পড়ুন- চড়ছে পারদ, সীমান্তে এবার ভারতের ‘স্পেশাল ফ্রন্টায়ার ফোর্স’
দীর্ঘ সময় ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়া বাধ্যতামূলক নয়৷ চাইলে আগেও তা বন্ধ করা যায়৷ এক্ষেত্রে প্রতি ছ’মাস অন্তর বা বছরে বিনিয়োগের উপর নজর রাখতে হবে৷ ভালো রিটার্ন পেলে বিনিয়োগ চালিয়ে যাবেন৷ বিনিয়োগের আগে অবশ্যই শর্তাবলী দেখে নিতে হবে৷