আজ মোদির শপথে অতিথিদের তালিকা দেখলে চমকে উঠবেন

নয়াদিল্লি: আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ অনুষ্ঠানে হাজির থাকছেন ভিন দেশের চারজন প্রেসিডেন্ট৷ থাকছেন ৩ প্রধানমন্ত্রী৷ থাকছেন বিরোধী থেকে শাসকদলের নেতারাও৷ হাজির থাকছেন মুখ্যমন্ত্রীরাও৷ রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, আজ মোদির শপথে হাজির থাকছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ আবদুল হামিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, কিরঘিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবে জিনবেকভ ও মায়নমারের প্রেসিডেন্ট ইউ উইন

আজ মোদির শপথে অতিথিদের তালিকা দেখলে চমকে উঠবেন

নয়াদিল্লি: আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ অনুষ্ঠানে হাজির থাকছেন ভিন দেশের চারজন প্রেসিডেন্ট৷ থাকছেন ৩ প্রধানমন্ত্রী৷ থাকছেন বিরোধী থেকে শাসকদলের নেতারাও৷ হাজির থাকছেন মুখ্যমন্ত্রীরাও৷

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, আজ মোদির শপথে হাজির থাকছেন  বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ আবদুল হামিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, কিরঘিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবে জিনবেকভ ও মায়নমারের প্রেসিডেন্ট ইউ উইন মিয়ান্ট৷ থাকছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দকুমার জগনাথ৷ থাকছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শরমা ওলি৷ ভুটান থেকে আসছেন সেই দেশের প্রধানমন্ত্রী লোটে শেরিং৷

এছাড়াও, তাইল্যান্ডের বিশেষ দূত গ্রিসান্ডা বুনরাচ তাঁর দেশের প্রতিনিধিত্ব করবেন৷ আমন্ত্রিত মুখ্যমন্ত্রীদের মধ্যে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবীন পট্টনায়ক, পিনরাই বিজয়ন, ভূপেশ বাঘেলরা থাকছেন না৷ রাষ্ট্রপতিভবনের প্রাঙ্গণে ২০১৪ সালে যখন মোদি শপথ নিয়েছিলেন৷ তখন অতিথি ছিলেন ৩৫০০ জন৷ এবার আমন্ত্রিত ৮ হাজার৷ এই প্রথম বাংলায় পঞ্চায়েত  থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত রাজনৈতিক হিংসার বলি হওয়া পরিবারের ৫৪ জন সদস্য ও পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের পরিবারও সেখানে থাকবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =