নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জোরের সঙ্গে জানিয়েছেন, অবসরের আগেই তিনি অযোধ্যার মামলার নিষ্পত্তি করবেন৷ প্রতিশ্রুতি পালন করেছেন তিনি৷ কয়েক শতাব্দী বির্তকের অবসান ঘটিয়ে বিতর্কিত অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সীলমোহর মিলেছে৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম রায় ঘোষণা করেছে৷ এখানেই শেষ নয়, অবসর নেওয়ার আগে আজ আরও দুটি বহু চর্চিত ও বিতর্কিত মামলা নিষ্পত্তি করতে চলেছেন প্রধান বিচারপতি৷ আজ শবরীমালা ও রাফাল মামলার রায় ঘোষণার কথা৷
শবরীমালা জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হয়েছে পাঁচ বিচারপতির বেঞ্চ বেঞ্চে৷ রাফাল মামলার জন্য গঠিত সাংবিধানিক বেঞ্চের দুই বিচারপতি রয়েছেন৷
কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশের অনুমতি ছিল বয়স যাদের ১০ বছরের কম ও ৫০ বছরের উর্ধ্বে শুধুমাত্র তাদের৷ অর্থাৎ ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা ছিল৷ শতাব্দীপ্রাচীন এই প্রথা তুলে দিয়ে সব মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার অনুমতি দিয়েছিল সর্বোচ্চ আদালত৷ কেরল সরকাররায়কে সমর্থন করে জানায়, কোন ধর্মীয় অনুষ্ঠান বা আচরণে মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী হলে আদালত যেখানে হস্তক্ষেপ করতে পারে৷ নারী আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক সংগঠন এই মামলার রায়ের পক্ষে ছিলে৷ তারাও রায়কে স্বাগত জানিয়ে বলেন, শুধুমাত্র ঋতুমতী হওয়ার কারণে মন্দিরে প্রবেশের অনুমতি না দেওয়ার অর্থ মহিলাদের প্রতি বৈষম্যের শামিল এবং অসাংবিধানিক৷
২০১৮ সালের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করে ত্রিবাঙ্কুর ট্রাস্ট৷ তাদের দাবি ছিল, সাধারণ মানুষের শতাব্দীপ্রাচীন প্রথা বা বিশ্বাসে হস্তক্ষেপ করার কোন অধিকার নেই শীর্ষ আদালতের৷ এই রায় পুনর্বিবেচনা করুক৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চের দীর্ঘদিন ধরেই এই মামলার শুনানি হয় আসছে৷ সব পক্ষের বক্তব্য শোনার পর গত ১৮ মে রায় ঘোষণা করা হয়৷
অন্যদিকে ১৭ নভেম্বর প্রধান বিচারপতি পদে অবসর নেবেন রঞ্জন গগৈ৷ ওই দিন রবিবার হওয়ায় তাঁর অবসের শেষ দিন আগামীকাল অর্থাৎ ১৫ নভেম্বর শুক্রবার৷ শনিবার আদালত বন্ধ হওয়ার আগে ও অবসরের পূর্বে দেশের ইতিহাসে সাড়া ফেলে দেওয়ার মতো দুটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন বিচারপতি রঞ্জন গগৈ৷