আজ যাঁদের ভাগ্যপরীক্ষা, নজরে ৫৯ কেন্দ্র

কলকাতা: ষষ্ঠ দফার ভোটের রবিবার একাধিক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা। ৬টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি কেন্দ্রে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানার ১০টি, বিহার, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮টি, ঝাড়খণ্ডের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রাজধানী দিল্লির সাতটি কেন্দ্রেই ভোট শেষ হচ্ছে আজ। সেখানে শীলা দীক্ষিত, গৌতম গম্ভীর, বিজেন্দ্র সিং, অজয় মাকেনের ভাগ্যপরীক্ষা। উত্তরপ্রদেশে

আজ যাঁদের ভাগ্যপরীক্ষা, নজরে ৫৯ কেন্দ্র

কলকাতা: ষষ্ঠ দফার ভোটের রবিবার একাধিক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা। ৬টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি কেন্দ্রে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানার ১০টি, বিহার, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮টি, ঝাড়খণ্ডের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

রাজধানী দিল্লির সাতটি কেন্দ্রেই ভোট শেষ হচ্ছে আজ। সেখানে শীলা দীক্ষিত, গৌতম গম্ভীর, বিজেন্দ্র সিং, অজয় মাকেনের ভাগ্যপরীক্ষা। উত্তরপ্রদেশে মানেকা গান্ধি, অখিলেশ যাদব, হরিয়ানায় ভূপিন্দর সিং হুদা, ঝাড়খণ্ডে কীর্তি আজাদ, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিংয়ের কেন্দ্রে ভোট হচ্ছে। সবমিলিয়ে ভোটারের সংখ্যা ১০ কোটি, প্রার্থীর সংখ্যা ৯৭৯ জন। ভোটগ্রহণ কেন্দ্র ১ লাখ ১৩ হাজার। গতবার বিজেপি এই ৫৯ আসেনর মধ্যে জিতেছিল ৪৫টিতে। তৃণমূল ৮টি, কংগ্রেস ২টি, সমাজবাদী পার্টি ও লোক জনশক্তি পার্টি ১টি করে আসনে জয়ী হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *