আজ বীর চক্র উঠবে বীর অভিনন্দনের হাতে

নয়াদিল্লি : আজ স্বাধীনতা দিবসে বীর চক্র পাচ্ছেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান৷ বালাকোট হামলা পরবর্তী সময়ে প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানে বন্দি ছিলেন অভিনন্দন৷ আকাশযুদ্ধে বীরত্ব দেখানোয় যুদ্ধ সেবা মেডেল পাচ্ছেন তিনি৷ তাঁর মিগ-২১ বাইসন বিমান নিয়ে পাক বায়ুসেনার এফ-১৬ বিমানগুলি করে নামানোর পর ধরা পড়েন পাক মিটিতে৷ এফ ১৬ কে গুলি করে নামানোর প্রমাণ পাওয়া

আজ বীর চক্র উঠবে বীর অভিনন্দনের হাতে

নয়াদিল্লি : আজ স্বাধীনতা দিবসে বীর চক্র পাচ্ছেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান৷ বালাকোট হামলা পরবর্তী সময়ে প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানে বন্দি ছিলেন অভিনন্দন৷ আকাশযুদ্ধে বীরত্ব দেখানোয় যুদ্ধ সেবা মেডেল পাচ্ছেন তিনি৷

তাঁর মিগ-২১ বাইসন বিমান নিয়ে পাক বায়ুসেনার এফ-১৬ বিমানগুলি করে নামানোর পর ধরা পড়েন পাক মিটিতে৷ এফ ১৬ কে গুলি করে নামানোর প্রমাণ পাওয়া গিয়েছে আগেই৷ পাকিস্তানের বিমানবাহিনীর একাধিক বিমান ভারতের আকাশসীমায় ঢুকে হামলা চালায়৷ গত ১ মার্চ রাতে অভিনন্দনকে ছেড়ে দেয় পাকিস্তান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 7 =