নয়াদিল্লি: চলছে পঞ্চম দফার নির্বাচন৷ সাত রাজ্যে ৫১টি কেন্দ্র গ্রহণ চলছে৷ সারাদেশের নজর ন’টি তারকা কেন্দ্রের দিকে৷ আজ সোমবারই ভাগ্যনির্ধারণ হবে সোনিয়া গান্ধী, রায়বেরিলি, রাহুল গান্ধী, আমেথি, রাজনাথ সিং, লখনউ, স্মৃতি ইরানি, আমেথি, রাজ্যবর্ধন সিং রাঠোর, জয়পুর গ্রামীণ, রাজীবপ্রতাপ রুডি, সারন, অর্জুনরাম মেঘওয়াল , বিকানির, হাজারিবাগে জয়ন্ত সিনহাদের৷
কংগ্রেসের গড় নামে পরিচিত রায়বেরিলিতে এবারেও প্রার্থী হয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া। ২০০৪ সাল থেকে এই আসনে জিতে আসছেন তিনি। এমনকী, ২০১৪ সালের মোদিঝড়েও অটুট ছিল তাঁর দুর্গ। এবারে সোনিয়ার বিরুদ্ধে প্রার্থী কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া দীনেশপ্রতাপ সিং। কংগ্রেসকে সঙ্গে না নিলেও এই কেন্দ্রের ভোট কাটাকাটি রুখতে প্রার্থী দেয়নি সপা-বসপা-আরএলডি মহাজোট। গান্ধী পরিবারের আর এক দুর্গ আমেথি থেকেও এবার প্রার্থী দলের সভাপতি রাহুল গান্ধী। গতবার হেরে গেলেও তাঁর বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি আস্থা রেখেছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির উপর। গত লোকসভা নির্বাচনে ৩ লক্ষ ভোট পেয়ে রাহুলের সঙ্গে ভোটের ব্যবধান কমিয়ে এক লক্ষের কিছু বেশি করেছিলেন স্মৃতি। আর এবার রাহুলকে হারাতে কয়েক মাস ধরে আমেথিতে ঘাঁটি গেঁড়ে রয়েছেন তিনি। এদিকে রবিবারই বসপা সুপ্রিমো মায়াবতী ঘোষণা করেছেন, জোট সমর্থকেরা রায়বেরিলি ও আমেথি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন।