আজ রাখি, কিন্তু বহু রাজ্যে রাখি উত্‍সব পালিত হয় না, কেন জানেন

আজ রাখি, কিন্তু বহু রাজ্যে রাখি উত্‍সব পালিত হয় না, কেন জানেন

নয়াদিল্লি: বিচিত্র দেশের বিচিত্র আচার! আজ রাখী পূর্ণিমা৷ দেশের সিংহভাগ এলাকা মেতেছে রাখীর উৎসবে৷ রাখি পরিয়ে, মিষ্টি মুখ করিয়ে চলছে উৎসব উদযাপন৷ কিন্তু শুনলে চমকে উঠতে হবেন, নানা ভাষা, নানা সংস্কৃতির ভারতের বহু রাজ্যে পালিতই হয় না রাখি উৎসব৷ আবার অনেক রাজ্যে অগস্টে নয়, অন্য সময় পালিত হয় রাখী বন্ধনের উৎসব৷

তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্রের কিছটা অংশ সহ দক্ষিণ ভারতের অনেক অঞ্চলে গিয়ে অগস্টে রাখি বন্ধনের কথা বললে মানুষ চমকে উঠতে পারেন৷ কারণ, সেখানে রাখী বন্ধন উৎসব কোবওদিনই পালিত হয় না৷ কর্ণাটক নাগ পঞ্চমীতে রাখি বাঁধে। তেলেগু-ভাষী রাজ্যগুলিতে ভাই বোন নয়, বরং মেয়েরা তাঁদের বাবাদের হাতে রাখি পরিয়ে থাকেন৷ এতে নাকি বাবা-মেয়ের সম্পর্ককে আরও দৃঢ় হয়৷

মহারাষ্ট্র এবং অন্যান্য উপকূলীয় অঞ্চলে রাখী বন্ধনের উৎসব পালিত হয় নরালি পূর্ণিমাতে৷ ওই বিশেষ দিনে জেলেরা সমুদ্রে নারকেল ছুঁড়ে সাগর দেবতাকে পূজা করেন৷ আবার এই সময় রাখী বন্ধনের পরিবর্তে অন্য নামে উৎসব পালিত হয় বিভিন্ন রাজ্যে৷ যেমন, উত্তরাখণ্ডে পালিত হয় জান্ধ্যাম পূর্ণিমা৷ এই দিনে ওড়িশায় গরু ও মহিষের পূজা হয়৷ দিনটি গামা পূর্ণিমা নামে পরিচিত। গুজরাটের কিছু অংশে ভগবান শিবের উপাসনা করা হয় এই দিনে। মধ্যপ্রদেশ এবং বিহার আবার পালিত হয় কাজরী পূর্ণিমা৷ যা কৃষি মরসুমের সূচনা করে থাকে সংশ্লিষ্ট এলাকায়৷

 দক্ষিণ ভারতের কিছু অংশে অবনী অবিত্ম নামে পরিচিত রাখী পূর্ণিমার তিথিটি৷ এই দিনে পরিবারের পুরুষ সদস্যরা জলে ডুব দিয়ে উৎসব পালন করেন৷ মনে করা হয়, বিশেষ এই দিনে নদী বা সাগরে স্নানের মাধ্যমে অতীতের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে পবিত্র কামনায় একটি সুতো বা জানু পরানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =