আজ শিলংয়ে মহাযজ্ঞ, মুখোমুখি সিবিআই-রাজীব

শিলং: আজ, শনিবার শিলংয়ের ইস্ট খাসি হিলসের ‘ওকল্যান্ডে’ সিবিআইয়ের মুখোমুখি হয়েছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। ওকল্যান্ড সিবিআইয়ের শিলং দপ্তরের নাম। সংস্থার যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে ১০ জনের একটি দল রাজীবকে জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর৷ সিবিআই সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ পর্বের পুরোটা দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করবেন অধিকর্তা ঋষিকুমার শুক্লা। প্রয়োজনে তিনিও প্রশ্ন

আজ শিলংয়ে মহাযজ্ঞ, মুখোমুখি সিবিআই-রাজীব

শিলং: আজ, শনিবার শিলংয়ের ইস্ট খাসি হিলসের ‘ওকল্যান্ডে’ সিবিআইয়ের মুখোমুখি হয়েছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। ওকল্যান্ড সিবিআইয়ের শিলং দপ্তরের নাম। সংস্থার যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে ১০ জনের একটি দল রাজীবকে জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর৷

সিবিআই সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ পর্বের পুরোটা দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করবেন অধিকর্তা ঋষিকুমার শুক্লা। প্রয়োজনে তিনিও প্রশ্ন করবেন কলকাতার পুলিশ কমিশনারকে। আধিকারিকদের তাঁর নির্দেশ, কোথাও সমস্যা হলে তাঁরা যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাদের মুখোমুখি হতে সিবিআই রাজীব কুমারকে ফৌজদারি কার্যবিধির ৪১ বা ১৬০ ধারায় কোনও নোটিস পাঠায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনারকে ডাকা হয়েছে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সারদা মামলার একেবারে গোড়ার দিক অর্থাৎ বিধাননগরের পুলিশ কমিশনার তথা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট) প্রধান হিসেবে রাজীব কুমারের ভূমিকা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে তারা। সিবিআই সূত্রে খবর, সারদা মামলার তদন্তে এতদিন তারা শুধুমাত্র কয়েকজন রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীকে জেরা করেছে। কিন্তু রাজীব কুমারের মতো একজন দুঁদে অফিসারকে জিজ্ঞাসাবাদ করার কাজ এই প্রথম। তাই আটঘাট বেঁধে প্রশ্নাবলি তৈরি করেছেন আধিকারিকরা। তারই সঙ্গে সারদা মামলায় প্রথমদিকের এক তদন্তকারী অফিসার, এখন অবসরপ্রাপ্ত ফণিভূষণ করণকেও দলে ঠাঁই দিয়েছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seven =