নয়াদিল্লি: বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত বেশ কিছু তরুণকে ডেকে অমূল্য মূত্রের ব্যবহার বোঝালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি৷ তিনি বলেন, ইউরিন থেকে আসে ইউরিয়া৷ তাই আমাদের উচিত মূত্র সংরক্ষণ করা৷ এখান থেকেই মিলতে পারে জ্বালানি৷
কেন্দ্রীয়মন্ত্রীর বক্তব্য, মানুষের মূত্র দিয়ে তৈরি হতে পারে জৈব-জ্বালানি৷ মানুষের মূত্র থেকে অফুরন্ত অ্যামোনিয়াম সালফেট পাওয়া যায় বলেও তাঁর দাবি৷ নাগপুর কর্পোরেশনের একটি অনুষ্ঠানে বিজ্ঞান ভাবনার জন্য তরুণদের পুরষ্কৃত করে গড়কড়ি বলেন, “আমি বলেছি বিমানবন্দরগুলিতে মূত্র সংরক্ষণ শুরু করতে। আমরা দুবাই থেকে ইউরিয়া আমদানি করি। দেশে যদি মূত্র সংরক্ষণ শুরু হয় তা হলে আর ভারতকে বাইরে থেকে আমদানি করতে হবে না৷”
তিনি বলেন, তাঁর বাগানে ফার্টিলাইজার হিসেবে তিনি নিজের মূত্র ব্যবহার করেন। গতানুগতিক ভাবনার বাইরে মানুষকে বেরোতে দেওয়া হচ্ছে না বলেও তাঁর আক্ষেপ ঝরে পড়ে রবিবারের বক্তৃতায়। মন্ত্রী বলেন, “আমরা ভাবনাগুলি এতটাই অভিনব যে কেউ প্রয়োগই করতে চায় না।”