শাসকের আইন নয়, ত্রিপুরায় প্রতিষ্ঠিত হবে আইনের শাসন: অভিষেক

শাসকের আইন নয়, ত্রিপুরায় প্রতিষ্ঠিত হবে আইনের শাসন: অভিষেক

bd28896676aeebcabc0eebc05a602535

আগরতলা: একুশের বঙ্গ ভোটের প্রচারে বাংলায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গর্জে উঠেছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহেরা৷ এবারে সেই বিজেপি পরিচালিত রাজ্যেই গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২৩ সালে ত্রিপুরার ভবিষ্যতও এদিন ঘোষণা করে দিয়েছেন অভিষেক৷ বলেছেন, ‘‘জানিয়ে দিলেন, ‘‘১৭ মাস পরে বিপ্লবের সরকার বিদায় নিচ্ছে। আপনারা লিখে রাখুন, এই অরাজকতা আর চলবে না৷’’

শনিবার ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ শুরু করছিলেন তাঁরা৷ অভিযোগ, আক্রান্তকারীদের গ্রেফতারের পরিবর্তে রবিবার সকালে তাঁদেরকেই আইন ভঙ্গ করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনার প্রতিবাদে ত্রিপুরা থানায় আইসির চেম্বারে অবস্থানে বসেছেন অভিষেক৷

অন্যদিকে অভিষেকের ত্রিপুরা সফরকে কেন্দ্র করে থানার সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মী, সমর্থকদের৷ সেই প্রসঙ্গ উত্থাপন করে অভিষেক পুলিশ কর্তাদের কাছে জানতে চান, ‘‘স্রেফ বিক্ষোভ দেখানোর কারণে তৃণমূলের ১১জন ছাত্র, যুব নেতাকে যদি গ্রেফতার করা হয়, তাহলে একই অপরাধে বিজেপির বিক্ষোভরত কর্মীদের গ্রেফতার করা হবে না কেন? নাকি দু’জন্যের জন্য আইনটা অন্য?’’ এরপরই তৃণমূলের যুবরাজ হুঙ্কার দেন, ‘‘ত্রিপুরা কি মঙ্গলগ্রহ নাকি? সারা ভারতে এক আইন, আর এখানে আলাদা৷ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে৷ ১৭ মাস পর আমরা এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবই করব৷ এখানে আর বিপ্লব দেবের আইন চলবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *