রামলীলা ময়দানই চাই তৃণমূলের, কারণ দেখিয়ে দিল্লি পুলিশকে চিঠি

রামলীলা ময়দানই চাই তৃণমূলের, কারণ দেখিয়ে দিল্লি পুলিশকে চিঠি

tmc

নয়াদিল্লি: আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। রামলীলা ময়দানে ওই কর্মসূচি হওয়ার কথা কিন্তু দিল্লি পুলিশ তৃণমূলের ওই কর্মসূচিতে অনুমতি দেয়নি। তবে এটা নিয়ে ভেঙে না পড়ে যে কোনও ভাবেই কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে ঘাসফুল শিবির। তবে শনিবার অন্য এক কারণে পুলিশের কাছে অনুমতি চাইল তৃণমূল। দিল্লি পুলিশকে চিঠি পাঠালেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। 

যাঁরা ধর্নায় শামিল হবেন, তাঁদের রামলীলা ময়দানে থাকার ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফ থেকে। এই প্রেক্ষিতেই দরিয়াগঞ্জ থানার ডিসিপি-কে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ। ডেরেক চিঠিতে উল্লেখ করেছেন, সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লিতে কর্মসূচি রয়েছে দলের। শামিল হবেন রাজ্যের বহু মানুষ। তাই রামলীলা ময়দানে থাকার জন্য তাঁবু তৈরি করতে চায় দল। এখন এই অনুমতি দিল্লি পুলিশ তাঁদের দেয় কিনা সেটাও দেখার। আর না দিলে তখন কী অবস্থান নেবে তৃণমূল, সেটাও জানার মতো বিষয় হবে। 

প্রসঙ্গত, ১০০ দিনের কাজের টাকা না পাওয়া-সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সুরাহা চেয়ে রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে এই ধর্না কর্মসূচি করার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণা হয়েছিল, বাংলা থেকে বহু কর্মী সমর্থক নিয়ে যাওয়া হবে দিল্লিতে। জানা গিয়েছে, রামলীলা ময়দান না পেলে যন্তর মন্তর বা তালকাটরা স্টেডিয়ামের কথা বিকল্প হিসেবে ভাববে তৃণমূল। তবে ২ অক্টোবরই এই কর্মসূচি করবে তারা।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =