অনেক আসনেই দ্বিতীয় তৃণমূল! প্রথমবার ভিন রাজ্যে ‘উত্থান’

অনেক আসনেই দ্বিতীয় তৃণমূল! প্রথমবার ভিন রাজ্যে ‘উত্থান’

c4a950870200f6ce533dc63f7c9134a8

আগরতলা: এই প্রথমবার পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যের নির্বাচনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস।  বিজেপি শাসিত রাজ্যে লড়াই করে এখনো পর্যন্ত একটি মাত্র আসন দখল করতে পেরেছে ঘাসফুল শিবির, কিন্তু অনেক আসনেই দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অনেকেই মনে করছেন, এটি তৃণমূল কংগ্রেসের বড় উত্থান হতে পারে। যদিও ঘাসফুল নেতৃত্বের কথায়, প্রতিকূল পরিবেশে নির্বাচন হয়েছে এবং সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি।

আগরতলা থেকে শুরু করে সাবরুম, আমবাসা, সব জায়গায় বিজেপির জয়জয়কার। কিছু আসনে বিরোধীরা হোয়াইটওয়াশ হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একটিও আসন পায়নি। কিন্তু একাধিক আসনে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা বাংলার শাসক দলের পক্ষে ইতিবাচক ভাবেই কাজ করবে। কারণ প্রথমবার ভিন রাজ্যের নির্বাচনে লড়াই করে দ্বিতীয় স্থান অধিকার করাটাও দলের নেতৃত্বে একাংশ ‘জয়’ হিসেবেই দেখছে। প্রসঙ্গত, আজ মোট ৩৩৪ টি আসনের ফল প্রকাশিত হবে যার মধ্যে ১১২ টি আসনে ইতিমধ্যেই জয় পেয়েছে বিজেপি। 

শেষ পাওয়া খবরে অনুযায়ী, আমবাসা পুর পরিষদের ১৫ আসনের মধ্যে ১২ টিতে জয় পেয়েছে বিজেপি এবং একটি করে আসন পেয়েছে তৃণমূল এবং সিপিএম। অন্যদিকে বিলোনিয়া পুর পরিষদের ১৬ আসনের দখল নিয়ে নিয়েছে বিজেপি। অন্যদিকে সাবরুম নগর থেকে শুরু করে আগরতলা কর্পোরেশনেও বিজেপি একচেটিয়া জিতেছে। সাবরুম নগর পঞ্চায়েতের ৯ টিতেই জিতেছে গেরুয়া বাহিনী এবং আগরতলায় ২০ টি ওয়ার্ড দখল করে নিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *