tmc
নয়াদিল্লি: পুরনো সংসদ ভবনকে বিদায় জানিয়ে গণেশ চতুর্থীতে নতুন সংসদ ভবনের যাত্রা শুরু করেছে দেশের সরকার, বিরোধীরা। এই সংসদ ভবনের নাম হয়েছে ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’। সেন্ট্রাল ভিস্তার নির্মাণের সময় থেকেই বিরোধীদের কটাক্ষ সহ্য করতে হয়েছে মোদী সরকারকে। আজ সেখানে যাত্রা শুরুর দিনেও বিতর্ক সৃষ্টি হল। কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বড় প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে শেষবার একত্রিত হয়েছিলেন শাসক-বিরোধী সকলে। এই অধিবেশন নিয়েই প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। তাদের অভিযোগ, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। আর আজকে সংসদের সেন্ট্রাল হলের অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানায়নি কেন্দ্র। কেন এই ভাবে রাষ্ট্রপতিকে বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে তা জানতে চেয়েছে তৃণমূল। তবে শুরু তারা নয়, বিরোধীদের একটা বড় অংশও এই ইস্যুতে প্রশ্ন খাঁড়া করেছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং জাতীয় মুখপাত্র সাখেত গোখলে এই ইস্যুতে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করেছেন।
বিরোধীদের বক্তব্য, একজন মহিলা আদিবাসী রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নির্লজ্জভাবে সংসদের অনুষ্ঠান থেকে ক্রমাগত বাইরে রেখে চলেছেন। এনারাই আবার আদিবাসী ও মহিলা কল্যাণ নিয়ে কথা বলেন। আজকের দিনটি ইতিহাসে কালোদিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বলেও কটাক্ষ তাঁদের।