স্বাধিকার ভঙ্গের নোটিশ পেলেন রঞ্জন গগৈ! ‘সৌজন্যে’ তৃণমূল

স্বাধিকার ভঙ্গের নোটিশ পেলেন রঞ্জন গগৈ! ‘সৌজন্যে’ তৃণমূল

3b03b84b7eec19df2f54620e44b834f4

নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্যের জেরে এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠাল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি প্রতিবাদ জানিয়ে সংসদের এপিক কমিটিকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর এবং জহর সরকার। সম্প্রতি রঞ্জন গগৈ নিজের বই প্রকাশ করেছেন এবং সেখানে এমন কিছু লেখা রয়েছে যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

নিজের আত্মজীবনী ‘জাস্টিস ফর দি জাজ: অ্যান অটোবায়োগ্রাফি’ বই নিয়ে সংবাদমাধ্যমে যে আলাপচারিতা করেছেন রঞ্জন গগৈ সেখানে রাজ্যসভা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন যা নিয়ে তৃণমূল কংগ্রেস একদম খুশি হয়নি। ঘাসফুল শিবিরের বক্তব্য, তিনি আদতে রাজ্যসভার অসম্মান করেছেন। এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে স্বাধীকার বন্ধের নোটিশ এনেছে ঘাসফুল। আসলে সংবাদমাধ্যমের আলাপচারিতায় রঞ্জন গগৈ বলেছিলেন, তিনি ইচ্ছা হলে রাজ্যসভায় যান কারণ তিনি মনোনীত সদস্য। তিনি কোন দলের লোক নয়। পাশাপাশি তিনি আরো বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলে ভাতার দিক থেকে ভালো থাকবেন কিন্তু রাজ্যসভা থেকে তিনি একটা পয়সাও নেন না। এই ধরনের মন্তব্য একেবারেই ভাল চোখে দেখেনি তৃণমূল কংগ্রেস। তার জন্যই এই নোটিশ।

যদিও ঘাসফুল শিবির ছাড়াও এর বিরোধিতা করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। তারা ইতিমধ্যেই এই বিষয়ে একটি বৈঠক করেছে বলেও সূত্রের খবর। মনে করা হচ্ছে ভবিষ্যতে তারাও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকার বন্ধের নোটিশ আনলেও আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *