কলকাতা: ১৭টি বিরোধী রাজনৈতিক দলের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মার্গারেট আলভা৷ সূত্র মারফত জানা যাচ্ছিল মনোনয় পেশের সময় উপস্থিত থাকবেন না তৃণমূলের কোনও প্রতিনিধি৷ বাস্তবে তেমনটাই দেখা গেল৷ এদিন আলভার মনোনয়নের সময় উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সীতারাম ইয়েচুরি, সঞ্জয় রাউত ও জয়রাম রমেশ৷ কোনও তৃণমূল নেতার উপস্থিতি দেখা যায়নি৷ অথচ গতকাল জগদীপ ধনকড় যখন মনোনয়ন পেশ করেন তখন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সঙ্গে ছিলেন রাজনাথ সিং৷
আরও পড়ুন- রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং! দ্রৌপদীকে ভোট দিলেন কংগ্রেস, সপা এবং এনসিপি বিধায়করা
যদিও তৃণমূলের তরফে আগেই বলা হয়েছিল, ২১ জুলাইয়ের সমাবেশ শেষে বিকেল ৪টেয় কালিঘাটে সাংসদদের নিয়ে বাদল অধিবেশন-সহ উপরাষ্ট্রপতি ভোট নিয়ে আলোচনা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই তাঁদের অবস্থান স্পষ্ট করা হবে৷ রবিবারের বৈঠকেও উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি৷ ১৭টি বিরোধী রাজনৈতিক দলের সিদ্ধান্তে এনডিএর প্রার্থী জগদীপ ধনকড়ের বিরুদ্ধে প্রার্থী করা হয় মার্গারেট আলভাকে।
আজ উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে শরদ পওয়ারের বাসভবনে বিরোধী দলের নেতাদের নিয়ে ফের বৈঠক হয়। সেখানে কংগ্রেস, এসপি, বাম, এনসিপি-সব বিরোধী দলের নেতারা উপস্থিত হয়েছিলেন। আলভা নিজেও হাজির ছিলেন ওই বৈঠকে। কিন্তু তৃণমূলের প্রথম সারির কোনও সাংসদই এ দিন দিল্লিতেই ছিলেন না। লোকসভার সাংসদ সৌগত রায়, প্রতিমা মণ্ডল ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় অবশ্য মঙ্গলবার সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লিতে থাকবেন। তবে তাঁরা আলভার মনোনয়ন পেশের সময়ে উপস্থিত ছিলেন না৷
উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনকড় নাকি মার্গারেট আলভা, কাকে সমর্থন করবে তৃণমূল? বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গিয়ে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>