TMC-র অর্থ শুধুই মাফিয়া, কটাক্ষ নির্মলার

নয়াদিল্লি : টিএমসি মানেই তুষ্টিকরণ-মাফিয়া কংগ্রেস। তৃণমূল সরকারের বিরুদ্ধে মাফিয়া রাজনীতির অভিযোগ তুলে টিএমসির নতুন নামকরণ করলেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ কলকাতার রাসবিহারীতে জনসভা করলেন বিজেপির নেত্রী নির্মলা সীতারামন। বিজেপি প্রার্থী চন্দ্র বসুর সমর্থনে এই জনসভার আয়োজন। মাফিয়া রাজনীতি থেকে ফনি একের পর এক অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধলেন নির্মলা। রাফাল ইস্যু বা পুলওয়ামা হামলা

TMC-র অর্থ শুধুই মাফিয়া, কটাক্ষ নির্মলার

নয়াদিল্লি : টিএমসি মানেই তুষ্টিকরণ-মাফিয়া কংগ্রেস। তৃণমূল সরকারের বিরুদ্ধে মাফিয়া রাজনীতির অভিযোগ তুলে টিএমসির নতুন নামকরণ করলেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ কলকাতার রাসবিহারীতে জনসভা করলেন বিজেপির নেত্রী নির্মলা সীতারামন। বিজেপি প্রার্থী চন্দ্র বসুর সমর্থনে এই জনসভার আয়োজন। মাফিয়া রাজনীতি থেকে ফনি একের পর এক অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধলেন নির্মলা।

রাফাল ইস্যু বা পুলওয়ামা হামলা নয়, মঙ্গলবার নির্মলার জনসভায় নিশানা হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে তাঁর বক্তৃতায় উঠে আসে একের পর এক বিস্ফোরক অভিযোগ। হিন্দুদের নিয়ে রাজনীতি করে বিজেপি। গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বারে বারে এই অভিযোগ তুলেছেন মধ্যপন্থী ও বামদলগুলি। জয় শ্রীরাম বলতে আপত্তি, হিন্দুজাতির তুষ্টিকরণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সতর্ক। রাসবিহারীর জনসভা থেকে এই অভিযোগ করেন বিজেপি নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণ রাজনীতি থেকে বাদ যায় না প্রাকৃতিক দুর্যোগও। অভিযোগ বিজেপি নেত্রীর। বাংলায় ফনি বিধ্বস্ত অঞ্চল নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন নিয়ে কটাক্ষ করলেন নির্মলা।সপ্তদশ নির্বাচনে ভোট প্রচারে রাজ্যে এসেছেন অমিত শাহ, প্রধানমন্ত্রী। এবার এলেন নির্মলা সীতারামন। সাংসদ হোক বা জনসভা স্বভাবে স্পষ্টবক্তা হিসেবে বার বার নাম উঠে এসেছে নির্মলার। সপ্তদশ নির্বাচন শেষ হবার আগে আরও একবার প্রমাণ দিলেন তিনি। সোনাকাণ্ড নিয়ে রাজ্যে নির্মলা সীতারামণের আক্রমণের ঝাঁঝও ছিল তীব্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে মমতাকে তোপ দাগেন তিনি। কলকাতার তীব্র গরমে আরও উত্তাপ ছড়াল সীতারামণের ভাষণ। ভোটের বাজারে দিল্লি থেকে এসে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিলেন মমতাকে আক্রমণের অন্যতম হাতিয়ার অভিষেক। ভোটের বাজারে বিজেপি নেতাদের এই তোপ শুধুই কী হাওয়া গরম করল? নাকি হাওয়া বদলে ভূমিকা নিল? উত্তর মিলবে ২৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =