নয়াদিল্লি: করোনা অতিমারির সময়ে যখন টিকাকরণের কাজ শুরু করে কেন্দ্রীয় সরকার তখন CoWIN নামের অ্যাপ আনা হয়েছিল। এই অ্যাপ থেকে কোভিড টিকা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারতেন দেশবাসী, এখানেই নিজের কিছু তথ্য নথিভুক্ত করে কোভিড ভ্যাকসিন নেওয়ায় যেত। এই অ্যাপের বিরুদ্ধে এবার বড় অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। দাবি করা হয়েছে, এই অ্যাপ থেকেই ফাঁস হয়ে গিয়েছে বহু ভারতীয়র ব্যক্তিগত তথ্য। লালবাজারের সাইবার সেলে এই ইস্যুতে এফআইআর দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
কোভিড ভ্যাকসিন সংক্রান্ত এই অ্যাপ নিয়ে অভিযোগ এর আগেও এসেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সমস্ত অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছিল। কয়েক দিন আগে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে একই রকম অভিযোগ এনেছিলেন এই অ্যাপের বিরুদ্ধে। এবার আনলেন তৃণমূল সাংসদ। ডেরেকের বক্তব্য, এই অ্যাপে নাম নথিভুক্ত করার জন্য সাধারণ মানুষকে নিজের যে কোনও আইডি কার্ড ব্যবহার করতে হত। আধার কার্ড হোক কিংবা প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে তথ্য এই অ্যাপে দেওয়া হয়েছে তা ফাঁস হয়েছে বলেই দাবি। তৃণমূল সাংসদ স্পষ্ট বলেছেন, এইসব তথ্য ফাঁস করা হয়েছে ‘টেলিগ্রাম’ অ্যাপে। তাই এই ইস্যুতে যাতে দ্রুত পদক্ষেপ করা হয় তার আর্জিই জানিয়েছেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”west bengal panchayat election 2023 | মনোনয়নের শেষ দিন বৃহস্পতিবার খুন হলেন এক সিপিএম কর্মী।” width=”853″>
এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসেই এই অ্যাপের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল, হাজার হাজার মানুষের ব্যক্তিগত তথ্য নাকি এই অ্যাপ থেকে ফাঁস হয়ে গিয়েছে। অনলাইনে সার্চ করলেই নাকি দেখা যাচ্ছে নাম, ঠিক, ফোন নম্বর সহ একাধিক তথ্য। শুধু তাই নয়, সেই ব্যক্তির করোনা পরীক্ষার ফল কী হয়েছে তাও দেখা যাচ্ছে। তবে তখন কেন্দ্রের তরফে জানান হয়েছিল, যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।