প্রতিকূল পরিস্থিতি, তৃণমূলের নাগাল্যান্ড সফর বাতিল

প্রতিকূল পরিস্থিতি, তৃণমূলের নাগাল্যান্ড সফর বাতিল

কলকাতা: গতকাল নাগাল্যান্ডে ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা।  নিরাপত্তাবাহিনীর গুলিতে ১৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এখন উত্তাপ দেশজুড়ে। ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য সংঘাত শুরু হয়ে গিয়েছে। উত্তাল হয়েছে সংসদ। এই উত্তেজক পরিস্থিতির মাঝে আজই সেই রাজ্যে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। প্রস্তুতি নিচ্ছিলেন চারজন সাংসদ। কিন্তু সেই সফর বাতিল হয়ে গেল। জানা গিয়েছে, শহরে বসেই সাংবাদিক বৈঠক করবেন তারা নাগাল্যান্ড ইস্যুতে।

তবে হঠাৎ কেন বাতিল হল তৃণমূলের এই সফর? জানা গিয়েছে, নাগাল্যান্ড ১৪৪ ধারা জারি রয়েছে এবং এখন সেখানের পরিস্থিতি একদমই অনুকূল নয় কোনও রাজনৈতিক সফরের জন্য। তাই ঘাসফুল শিবির এই সফর বাতিল করেছে। সূত্রের খবর, দলীয় শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে রাজ্য সফরের জায়গায় কলকাতায় বসেই সাংবাদিকদের মুখোমুখি হবেন চার সাংসদ। সেখান থেকেই প্রতিবাদ হবে এই ইস্যুতে। যদিও কয়েকদিন পর হয়ত এই সফর হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কিন্তু এখন ঝুঁকি নিতে চাইছে না বাংলার শাসক দল। আজই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে নাগাল্যান্ডে যাওয়ার কথা ছিল তৃণমূলের প্রতিনিধি দলের। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে নাগাল্যান্ড যেতেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল৷ এই দলে ছিলেন তৃণমূলের আরও তিন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, অপরূপা পোদ্দার এবং মিজোরামের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব।

প্রসঙ্গত, ইতিমধ্যেই আধাসেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে নাগাল্যান্ড পুলিশ৷ এফআইআর-এ বলা হয়েছে, ‘স্থানীয় পুলিশের গাইড ছাড়াই অভিযান চালানো হয়েছে৷ স্থানীয়দের খুন ও আহত করাই নিরাপত্তাবাহিনীর উদ্দেশ্য ছিল৷’ জানা গিয়েছে, রাতের অন্ধকারে নাগাল্যান্ডের ওটিং গ্রাম থেকে একটি পিকআপ ভ্যানে চেপে ফিরছিলেন গ্রামবাসীরা। সন্ত্রাসবাদী ভেবে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। গ্রামবাসীদের কথায়, নিহত গ্রামবাসীরা খনি থেকে কাজ সেরে রাতে ঘরে ফিরছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twenty =