Aajbikel

ত্রিপুরায় ২২ আসনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, বাকি তালিকা শীঘ্রই

 | 
TMC

আগরতলা: ত্রিপুরা রাজ্যের নির্বাচনের জন্য বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সংগঠন মজবুত করার কাজ চলেছে বিগত কয়েক মাস ধরেই। এবার রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২২টিতে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। পরবর্তী তালিকা শীঘ্রই প্রকাশিত হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এদিন এই তালিকা ঘোষণাকালীন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল সহ সভাপতি আশীষ লাল সিংহ সহ অন্যান্যরা।

আরও পড়ুন: তৃণমূল ছেড়ে বিজেপিতে সুবল ভৌমিক! ভোটে কতটা লড়াই দিতে পারবে জোড়াফুল

ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ২২ টি আসনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেগুলো হল- ৩ বামুটিয়া (তপশিলী জাতি)- নিহার রঞ্জন সরকার, ৭ রামনগর- পূজন বিশ্বাস, ১০ মজলিশপুর- নির্মল মজুমদার, ১৫ কমলসাগর- সুতপা ঘোষ, ১৬ বিশালগড়- হারাধন দেবনাথ, ২০ বক্সনগর- জয়দুল হোসেন, ২২ সোনামুড়া- নীল কমল সাহা, ২৩ ধনপুর-হাবিল মিয়া, ২৮ তেলিয়ামুড়া- রবি চৌধুরী, ৩৬ শান্তিরবাজার (উপজাতি)- নরেন্দ্র রিয়াং, ৩৮ জোলাইবাড়ি (উপজাতি)- কং জরি মগ, ৪২ অমরপুর- বিপ্লব সাহা, ৪৩ করবুক (উপজাতি)- মিল্টন চাকমা, ৪৫ কমলপুর- সুমন দে, ৪৬ সুরমা (তপশিলি জাতি)- অর্জুন নমঃশূদ্র, ৪৭ আমবাসা (উপজাতি)- চন্দন মগ, ৪৯ ছাওমনু (উপজাতি)- রুপায়ন চাকমা, ৫২ চণ্ডীপুর- বিদ্যুৎ বিকাশ সিনহা, ৫৩ কৈলাসহর- আব্দুল মতিন, ৫৪ কদমতলা কুর্তি- আব্দুল হাসেম, ৫৫ বাগবাসা- বিমল নাথ, ৫৯ পেচারথল (উপজাতি)- পূরনিতা চাকমা।

সম্প্রতি আবার ওই রাজ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন প্রভাবশালী নেতা সুবল ভৌমিক। একটা সময় ত্রিপুরা তৃণমূলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুবল। তাঁকে ঘিরে সংগঠন বাড়ানোর স্বপ্ন দেখছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু নির্বাচনের আগে বড় ধাক্কা খেল তৃণমূল। যদিও প্রত্যাশিতভাবে তৃণমূলের দাবি সুবল দলত্যাগ করায় তাতে ক্ষতি হবে না। 

Around The Web

Trending News

You May like