বর্ধিত লকডাউন, কোথায় কতটা ছাড়? চরম বার্তা মোদির

বর্ধিত লকডাউন, কোথায় কতটা ছাড়? চরম বার্তা মোদির

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবেলায় আরও এক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ করোনা সংক্রমণ রুখতে আগামী ৩ মে পর্যন্ত বর্ধিত লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ একইসঙ্গে আগামী এক সপ্তাহ কোথায় কীভাবে লকডাউন পালন করা হবে, কোথায় কতটা ছাড়া দেওয়া হবে, হটস্পটগুলিতে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যে সমস্ত এলাকা হটস্পট হিসাবে চিহ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সমস্ত এলাকায় কড়া নজর রাখা হবে৷ কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ নতুন করে হটস্পট তৈরি হলে আমাদের পরিশ্রম ও আমাদের তপস্যায় সংকটে ফেলে দেবে৷ এই কারণে আগামী এক সপ্তাহ করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কঠোর পদক্ষেপ বাড়ানো হবে৷ ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত গ্রামেগঞ্জে, এলাকায় এলাকায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করা হবে৷ সেখানে লকডাউন কতটা পালন করা হচ্ছে, সেই এলাকায় থেকে কতটা করোনা মুক্তি পেয়েছে, সেই সমস্ত মূল্যায়ন করা হবে৷’’

প্রধাননন্ত্রীর আরও মন্তব্য, ‘‘যে সমস্ত এলাকায় এই অগ্নি পরীক্ষায় সফল হবে, যে সমস্ত এলাকায় হটস্পট নতুন করে চিহ্নিত না হবে,  সেই সমস্ত এলাকায় সংক্রমণ কমলে ২০ এপ্রিলের পর থেকে কিছু জরুরি পরিষেবা ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে৷ তবে মনে রাখতে হবে, এই অনুমতি শর্ত সাপেক্ষে হবে৷ বাইরে যাওয়ার নিয়ম ভীষণ কঠিন হবে৷ ওই এলাকায় লকডাউনের নিয়ম যারা ভাঙা মাত্রই সমস্ত ছাড়, অনুমতি তুলে দেওয়া হবে৷ ফলে, লকডাউন বিধিনি কার্যকর করুন৷ নিজে সতর্ক থাকুনন ও অন্যকেও সতর্ক করুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *