নয়াদিল্লি: ভারতে নিষিদ্ধ হয়েছে অত্যন্ত জনপ্রিয় অ্যাপ টিকটক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, চিনা অ্যাপ থেকে ভারতীয়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কিন্তু টিকটক প্রথম থেকে নিষিদ্ধের ঘোষণা মেনে নিতে পারেনি। প্রথমে তারা জানিয়েছিল, ভারত সরকারের নির্দেশ মতো তারা পরিবর্তন করবে নিজেদের। এরপরেই বিভিন্ন সংবাদের শিরোনামে উঠে আসে, টিকটক আদালতের দ্বারস্থ হতে চলেছে৷ টিকটকের ভারতীয় শাখার তরফে জানানো হয়েছে, তারা আদালতের দ্বারস্থ হবে না৷
কয়েক লক্ষ ভারতবাসী প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ ডাউনলোড করেছিলেন। টিকটক হল এমন একটা অ্যাপ, যেখানে স্বপ্ল দৈর্ঘের ভিডিও তৈরি করা যায়। কিন্তু বার বার অভিযোগ উঠেছে এই অ্যাপটি মোবইলের ভেতরের তথ্য চুরি করছে। জানা যায়, সম্প্রতি আইফোনের নতুন একটি ফিচার এসেছে। সেখানে দেখা গিয়েছে, ব্যবহারকারীদের ডেটা বেশি টানছে টিকটক৷ সেখান থেকেই দেখা গিয়েছে, আইফোন ব্যবহারকারীদের ডেটা দীর্ঘদিন ধরে টিকটক চুরি করছে৷ এই খবর প্রকাশিত হওয়ার পরেই অস্বস্তিতে পড়ে টিকটক৷
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, টিকটক প্রায় ইউজারদের ক্লিপবোর্ড অ্যাকসেস করত, যার সাহায্যে তাঁদের নোটগুলি পড়তে পারত টিকটক। ফোর্বস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে৷ জানা গেছে, ভারতের গ্রাহকদের ফোনেও নজরদারি চালিয়েছে তারা, সংগ্রহ করেছে তথ্যও।