চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ‘নিষিদ্ধ’ টিকটক! সুরক্ষিত ভারতীয়দের তথ্য? নয়া বিবৃতি সংস্থার

চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ‘নিষিদ্ধ’ টিকটক! সুরক্ষিত ভারতীয়দের তথ্য? নয়া বিবৃতি সংস্থার

ওয়াশিংটন: ভারত-চিন সংঘাতের আবহে ৫৯টি চিনা অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র৷আর তার জেরে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে একাধিক চিনা সংস্থা৷ জাতীয় সুরক্ষার স্বার্থে টিকটক সহ ৫৯ টি অ্যাপস নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে এবার বেজিংয়ে থেকে দূরত্ব বজায় রাখার কৌশল নিচ্ছে টিকটকের মূল সংস্থা৷ টিকটক ব্যবহারকারীদের তথ্য কতটা সুরক্ষিত রয়েছে? তা নিয়ে এবার চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল সংবাদ সংস্থা রয়টার্স৷

সীমান্তে চিনের আগ্রাসন রুখতে ইতিমধ্যেই ডিজিল্যাল স্ট্রাইক চালিয়েছে কেন্দ্র৷ একরাতে ৫৯টি চিনা অ্যাপস নিষিদ্ধ করেছে মোদি সরকার৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ভারত সরকারের এই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে বেজিংয়ের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে টিকটকের মূল সংস্থা৷ সংস্কার আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারতে কারা টিকটক ব্যবহার করেছেন, সেই সংক্রান্ত তথ্য কখনও চিন সরকার যায়নি৷ এমনকি সেই সমস্ত তথ্য সিঙ্গাপুরের সার্ভারে সযত্নে রাখা রয়েছে৷ ভবিষ্যতে চিন সরকার যদি সেই সমস্ত তথ্য দাবি করে তাহলে তা দেয়া হবে না৷ ভারতীয় টিকটক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত আছে বলেও জানিয়েছে সংস্থার তরফ৷

একইসঙ্গে ভারতের বাজারের দখল করার লক্ষ্যে টিকটক বেজিং প্রশাসনের সঙ্গে দূরত্ব বজায় রাখার কৌশল নিচ্ছে বলেও জানিয়েছে সংবাদসংস্থা৷ বেইজিংয়ের ছত্রছায়া কিংবা প্রভাবমুক্ত করে নতুন করে কীভাবে টিকটক বাজারে আনা যায় তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷ তবে সে ক্ষেত্রে নতুন করে ভারত সরকার নিষিদ্ধ টিকটক সংস্থাকে অনুমোদন দেবে কি না, তা এখন ভবিষ্যতের গর্ভে৷

টিকটক নিষিদ্ধ হওয়ার পর সংস্থার তরফ বেশ খানিকটা নমনীয় মনোভাব নেওয়া হয়েছে৷ টিকটক প্রথম থেকে নিষিদ্ধের ঘোষণা মেনে নিতে পারেনি। প্রথমে তারা জানিয়েছিল, ভারত সরকারের নির্দেশ মতো তারা পরিবর্তন করবে নিজেদের। এরপরেই বিভিন্ন সংবাদের শিরোনামে উঠে আসে, টিকটক আদালতের দ্বারস্থ হতে চলেছে৷ টিকটকের ভারতীয় শাখার তরফে জানানো হয়েছে, তারা আদালতের দ্বারস্থ হবে না৷

কয়েক লক্ষ ভারতবাসী প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ ডাউনলোড করেছিলেন। টিকটক হল এমন একটা অ্যাপ, যেখানে স্বপ্ল দৈর্ঘের ভিডিও তৈরি করা যায়। কিন্তু বার বার অভিযোগ উঠেছে এই অ্যাপটি মোবইলের ভেতরের তথ্য চুরি করছে। জানা যায়, সম্প্রতি আইফোনের নতুন একটি ফিচার এসেছে। সেখানে দেখা গিয়েছে, ব্যবহারকারীদের ডেটা বেশি টানছে টিকটক৷ সেখান থেকেই দেখা গিয়েছে, আইফোন ব্যবহারকারীদের ডেটা দীর্ঘদিন ধরে টিকটক চুরি করছে৷ এই খবর প্রকাশিত হওয়ার পরেই অস্বস্তিতে পড়ে টিকটক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =