নয়াদিল্লি : ফের বন্ধ হতে পারে টিকটক, সেইসঙ্গে হেলো অ্যাপের ওপরেও কেন্দ্রীয় শাস্তির খাঁড়া নেমে আসতে পারে বলে জানা যাচ্ছে। সোশাল মিডিয়ায় জনপ্রিয় এই দুটি অ্যাপ নিয়ে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই। অভিযোগ জানিয়েছে আরএসএসের শাখা সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চের তরফ থেকেও। তাঁদের দাবি দেশ বিরোধী বার্তা ছড়াচ্ছে এই দুটি অ্যাপের মাধ্যমে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা।
বুধবারই টিকটক ও হেলো অ্যাপ কর্তৃপক্ষকে নোটিশও পাঠিয়ে দিয়েছে তাঁরা। ওই নোটিশে বলা হয়েছে তাঁদের বিরুদ্ধে দেশ বিরোধী ও বেআইনী কার্যকলাপের ছড়ানোর অভিযোগ উঠেছে। আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাঁদের উপযুক্ত তথ্যপ্রমান সহ নিজেদের বক্তব্য জানাতে হবে বলেই ওই নোটিশে বলা হয়েছে। উল্লেখ্য, স্বদেশি জাগরণ মঞ্চের শীর্ষনেতা অশ্বিনী মহাজন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানান, টিকটক ও হেলো অ্যাপের মাধ্যমে যুব সমাজে দেশ বিরোধী বিষ ছড়ানো চলছে। তাই শীঘ্রই ওই দুটি অ্যাপ নিষিদ্ধ করুক কেন্দ্র।