নারকেলের খোলা ফেলে দিচ্ছেন? জানেন, অনলাইনে কত টাকা দাম এই পণ্যের!

নয়াদিল্লি: নারকেলের খোলা, আবর্জনা ভেবে ফেলে দেন? তাহলে আর এই ভুল করবেন না, অন্তত আমাজনে বিজ্ঞপন দেখে৷ অনলাইন কেনাকাটার যুগে এখন বেশ মহার্ঘ নামকেলের খোলা৷ ই-কমার্স সংস্থা আমাজনের দোকানে সামান্য নারকেল খোলাই বিক্রি হচ্ছে মাত্র ১৩০০ টাকায়! বিষম খাবেন না, আমাজনে প্রাকৃতিক নারকেলের অর্ধেক ভাঙা একটা খোলই বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়৷ আমাজনের ওয়েবসাইটে পণ্যের বর্ণনায়

নারকেলের খোলা ফেলে দিচ্ছেন? জানেন, অনলাইনে কত টাকা দাম এই পণ্যের!

নয়াদিল্লি:  নারকেলের খোলা, আবর্জনা ভেবে ফেলে দেন? তাহলে আর এই ভুল করবেন না, অন্তত আমাজনে বিজ্ঞপন দেখে৷ অনলাইন কেনাকাটার যুগে এখন বেশ মহার্ঘ নামকেলের খোলা৷ ই-কমার্স সংস্থা আমাজনের দোকানে সামান্য নারকেল খোলাই বিক্রি হচ্ছে মাত্র  ১৩০০ টাকায়! বিষম খাবেন না, আমাজনে প্রাকৃতিক নারকেলের অর্ধেক ভাঙা একটা খোলই বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়৷

আমাজনের ওয়েবসাইটে পণ্যের বর্ণনায় লেখা রয়েছে, “প্রাকৃতিক নারকেল শেল কাপ৷” দাম শুরু হচ্ছে ১২৮৯ টাকা থেকে বিকোচ্ছে ২৪৯৯ টাকা দাম পর্যন্ত৷ সাধারণ নারকেল খোলার এমন দাম দেখে আমজনতা তো চক্ষু চড়কগাছে৷ দর করে বেছে সামান্য দামে কেনা নারকেল, আর তারপর তার শক্ত খোলা ফেলে দিতেই যাঁরা অভ্যস্ত, আমাজনের এই কীর্তি দেখে স্বাভাবিক হতচকিত সকলেই৷ এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =