আইনজীবীর পোশাকে রোহিনী আদালতে শ্যুটআউট, উত্তপ্ত রাজধানী

আইনজীবীর পোশাকে রোহিনী আদালতে শ্যুটআউট, উত্তপ্ত রাজধানী

নয়াদিল্লি: দিল্লির রোহিনী আদালতে গ্যাংওয়ার৷ শুক্রবার দুপুরে আইনজীবীর পোশাকে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগীকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী৷ ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ অন্যদিকে, দিল্লি পুলিশের গুলিতে খতম দুই দুষ্কৃতী৷ শ্যুট আউটে মোট ৩ জনের মৃত্যু হয়েছে৷ এদিন আদালত চত্বরে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে৷ ঘটনায় জখম হয়েছেন এক মহিলা আইনজীবী৷ 

আরও পড়ুন- দুই গ্রামের সংঘর্ষে ধুন্ধুমার, অস্ত্র হাতে দাপাদাপি, পড়ল বোমা, উত্তপ্ত ভাঙড়

গত বছর গুরুগ্রাম থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল৷ খুন-জখম-রাহাজানি সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল সে৷ এদিন একটি খুনের মামলার শুনানির জন্য রোহিনী আদালতে নিয়ে আসা হয়েছিল তাকে৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পিছনে গোগী বিরোধী টিল্লু গ্যাং-এর হাত থাকতে পারে৷ এদিন বিচারক গগনদীপ সিং-এর এজলাসে শুনানি চলছিল। বিচারকের থেকে মাত্র ১ মিটার দূরে গোলাগুলি চলে। রুম নম্বর ২০৭-এর মধ্যে চলে এই শ্যুট আউট৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দিল্লি গ্যাং-এর দুই আততায়ীর মৃত্যু হয়েছে৷ তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি৷

রোহিনীর ডিসিপি প্রণব তলায় জানান, ২০১০ সালে বাবার মৃত্যুর পর অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে জিতেন্দ্র৷ ওই বছরেই প্রবীণ নামে একজনকে খুন করে সে৷ এর পর থেকে ১৯টি খুন করে সে৷ সেই সঙ্গে তোলাবাজি, অপহরণ, ডাকাতি সহ একাধিক অপরাধে নাম জড়ায় তার৷ দিল্লির কুখ্যাত দুষ্কৃতীদের মধ্যে অন্যতম ছিল জিতেন্দ্র৷ তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা৷ খোঁজ দিলেই পুরস্কার মিলবে বলে ঘোষণা করেছিল দিল্লি পুলিশ৷ জিতেন্দ্র মান ওরফে গোগীর বিরুদ্ধে হরিয়ানার বিখ্যাত গায়িকা হর্ষিতা দাহিয়াকে খুনের অভিযোগও রয়েছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *