লোকসভায় পাশ তিন তালাক বিল, কী অবস্থান তৃণমূলের?

নয়াদিল্লি: তৃণমূলের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ হয়ে গেল তাৎক্ষণিক তিন তালাক বিল৷ তিন তালাককে অপরাধ হিসেবে চিহ্নিত করে এই বিল পাশ করিয়ে দিয়েছে কেন্দ্র৷ আজ লোকসভায় বিলের পক্ষে ৩০৩টি ভোট পড়ে৷ বিপক্ষে যায় ৮২টি ভোট৷ এদিন ভোটাভুটিতে অংশ না নিয়ে অধিবেশ কক্ষ ওয়াকআউট করে তৃণমূল৷ তবে, আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের তিন তালাক বিল নিয়ে

লোকসভায় পাশ তিন তালাক বিল, কী অবস্থান তৃণমূলের?

নয়াদিল্লি: তৃণমূলের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ হয়ে গেল তাৎক্ষণিক তিন তালাক বিল৷ তিন তালাককে অপরাধ হিসেবে চিহ্নিত করে এই বিল পাশ করিয়ে দিয়েছে কেন্দ্র৷ আজ লোকসভায় বিলের পক্ষে ৩০৩টি ভোট পড়ে৷ বিপক্ষে যায় ৮২টি ভোট৷

এদিন ভোটাভুটিতে অংশ না নিয়ে অধিবেশ কক্ষ ওয়াকআউট করে তৃণমূল৷ তবে, আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের তিন তালাক বিল নিয়ে নিজের কড়া অবস্থান জানায় তৃণমূল৷ ওয়াকআউটের পথে হাঁটে কংগ্রেস ও জেডিইউ শিবির৷ ফলে, কার্যত বিনা বাধায় পাশ হয়ে যায় বিল৷

বৃহস্পতিবার লোকসভায় এই বিলটি পেশ করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ৷ আপত্তি তোলে বিরোধীরা৷ কংগ্রেসের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়৷ তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি নিয়ে আপত্তি তোলে কংগ্রেস৷ একই অভিযোগ তোলে তৃণমূল৷ পরে বাংলার শাসকদেল তরফে অধিবেশন বয়কট করা হয়৷ পাল্টা কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের প্রতি নায্য বিচার করতেই এই বিল আনা হয়েছে৷ পরে এই বিলের উপর ভোটাভুটি করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *