এবার কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নীতিশ কুমারের

পাটনা: গরমে হাঁসফাঁস করছে দেশ৷ কিন্তু, গরমের চোখরাঙানি উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়িয়ে গোটা দেশ৷ গরমে অসুস্থ হয়ে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, কেন এত গরমে ভোট? এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ সংবাদমাধ্যমে নীতিশ জানান, এই গ্রীষ্মে এতগুলি দফায় ভোট হওয়া উচিত নয়৷ নির্বাচনের জন্য এটা সঠিক সময় নয়৷ নির্বাচন

এবার কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নীতিশ কুমারের

পাটনা: গরমে হাঁসফাঁস করছে দেশ৷ কিন্তু, গরমের চোখরাঙানি উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়িয়ে গোটা দেশ৷ গরমে অসুস্থ হয়ে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, কেন এত গরমে ভোট? এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷

সংবাদমাধ্যমে নীতিশ জানান, এই গ্রীষ্মে এতগুলি দফায় ভোট হওয়া উচিত নয়৷ নির্বাচনের জন্য এটা সঠিক সময় নয়৷ নির্বাচন হওয়া উচিত ফেব্রুয়ারি-মার্চ অথবা অক্টোবর-নভেম্বর নাগাদ৷ দুই থেকে তিনটে দফায় ভোট হওয়া উচিত আমাদের দেশে৷ ভোট দেওয়ার পর নীতিশ কুমার জানান, এই গরম নির্বাচন প্রক্রিয়া কষ্টকর। তাই গরম এড়াতে দুই থেকে তিনটে দফায় ভোট হওয়া উচিত৷ এই মর্মে পরবর্তী নির্বাচনে সময়ের পরিবর্তনের জন্য ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি৷ বলেন, ‘‘নির্বাচন হয়ে গেলে, ভোট কয় দফায় হবে ও কোন সময়ে হবে, এই বিষয়ে আলোচনা করার জন্য আমি অনান্য দলের সভাপতিদের চিঠি লিখব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *