নয়াদিল্লি: বাংলাদেশে শক্তিক্ষয় করে আপাতত গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ফনি। বর্তমানে সেটি ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে এগোচ্ছে। আগামী দু’দিন ওই গভীর নিম্নচাপ অসম, মেঘালয় সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত ঘটাবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে। শুক্রবার থেকেই অবশ্য অল্প এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে ওই রাজ্যগুলিতে।
ত্রিপুরাতেও এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর না থাকলেও পরিস্থিতি প্রতিকূল হওয়ার আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে ৮ নম্বর জাতীয় সড়কে এদিন বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। পরে অবশ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে গাছ সরিয়ে পরস্থিতি স্বাভাবিক করে।