এবার ভোটে দাঁড়াচ্ছেন নির্যাতিত স্বামীরাও

নয়াদিল্লি: এবার ভোটে দাঁড়াচ্ছেন নির্যাতিত পতিদের সংগঠনের প্রধান। স্ত্রীর হাতে নির্যাতিত স্বামীদের কথা তুলে ধরতেই এই সিদ্ধান্ত তাদের। গুজরাতে অখিল ভারতীয় পত্নী অত্যাচার বিরোধী সংঘ নামে এক এনজিও চালান দশরথ দেভড়া। মঙ্গলবার তিনি আহমেদাবাজ পূর্ব কেন্দ্রে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর কথা, তাঁর লড়াই স্ত্রী এবং স্ত্রীর পরিবারের হাতে পণের নামে অত্যাচারিত স্বামীদের অধিকারের জন্য।

edb143a889fc0acd6db901fa1f93f105

এবার ভোটে দাঁড়াচ্ছেন নির্যাতিত স্বামীরাও

নয়াদিল্লি: এবার ভোটে দাঁড়াচ্ছেন নির্যাতিত পতিদের সংগঠনের প্রধান। স্ত্রীর হাতে নির্যাতিত স্বামীদের কথা তুলে ধরতেই এই সিদ্ধান্ত তাদের। গুজরাতে অখিল ভারতীয় পত্নী অত্যাচার বিরোধী সংঘ নামে এক এনজিও চালান দশরথ দেভড়া।

মঙ্গলবার তিনি আহমেদাবাজ পূর্ব কেন্দ্রে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর কথা, তাঁর লড়াই স্ত্রী এবং স্ত্রীর পরিবারের হাতে পণের নামে অত্যাচারিত স্বামীদের অধিকারের জন্য। এই নিয়ে তৃতীয়বার ভোটের ময়দানে নামছেন তিনি। ২০১৪ লোকসভা এবং ২০১৭ রাজ্য বিধানসভার নির্বাচনে দাঁড়িয়ে তিনি হেরে যান। দেভড়ার সদস্য সংখ্যা ৬৯ হাজার। তেব ২০১৪ সালে ২৩০০ এবং ২০১৭ সালে ৩০০টি ভোট পেয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *