মহারাষ্ট্র : এবার কর ফাঁকির তালিকায় খোদ মুখ্যমন্ত্রী৷ বকেয়ার পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা৷ মুখ্যমন্ত্রীর বাংলো বার্ষায় জলের কর বকেয়া থাকার চাঞ্চল্যকর অভিযোগে রাজ্যজুড়ে সোরগোল পড়ে গিয়েছে৷
দেশে বর্ষা ঢুকলেও মহারাষ্ট্রজুড়ে জলের তীব্র হাহাকার দেখা গিয়েছে৷ রাজ্যজুড়ে জলের জন্য হাহাকারের মাঝে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাংলো বার্ষায় জলের কর ফাঁকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে৷ বকেয়া করের পরিমাণ ৭ লাখ ৪৪ হাজার ৯৮১ টাকা৷ খবর বৃহন্মুম্বাই পুর নিগম সূত্রে৷ মালাবার হিলসের এই বাংলোটিই মুখ্যমন্ত্রী সরকারি আবাস বলে জানা গিয়েছে৷ তবে, শুধু দেবেন্দ্র ফড়নবিশই নন৷ তালিকায় রয়েছেন আরও ১৮ জন মন্ত্রী৷ ২০০১ সাল থেকে তাঁরা জলকর দেননি৷ তবে, ১৮ বছরেও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন৷