এবার বাংলাদেশেও দেখা যাবে ভারতীয় চ্যানেল, নয়া চুক্তি

নয়াদিল্লি: ভারতীয় টিভি চ্যানেল দেখানো আগেই বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ৷ যুক্তি ছিল, ভারতীয় টিভি চ্যানেলের দাপটে প্রায় বন্ধ হতে বসেছে বাংলাদেশি টিভি চ্যানেল৷ তবে, সেই নিষিদ্ধ পর্ব কার্যত শিথিল করে ভারতের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ৷ কেন্দ্রীয় তথ্যসম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে চুক্তি করেছে ভারত৷ এই চুক্তি জেরে এখন থেকে

118a4a390d4cb17e21303a6150d11214

এবার বাংলাদেশেও দেখা যাবে ভারতীয় চ্যানেল, নয়া চুক্তি

নয়াদিল্লি: ভারতীয় টিভি চ্যানেল দেখানো আগেই বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ৷ যুক্তি ছিল, ভারতীয় টিভি চ্যানেলের দাপটে প্রায় বন্ধ হতে বসেছে বাংলাদেশি টিভি চ্যানেল৷ তবে, সেই নিষিদ্ধ পর্ব কার্যত শিথিল করে ভারতের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ৷

কেন্দ্রীয় তথ্যসম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে চুক্তি করেছে ভারত৷ এই চুক্তি জেরে এখন থেকে বাংলাদেশের জাতীয় টিভি যেমন এদেশে দেখা যাবে, তেমনই বাংলাদেশে দেখা যাবে দূরদর্শন৷ এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে এমনই একটি চুক্তি করা হয়েছে৷ দক্ষিণ কোরিয়া দূরদর্শন সম্প্রচার করা হবে৷ একই ভাবে দক্ষিণ কোরিয়ার কেবিএস চ্যানেলও দেখা যাবে ভারতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *