এবার খাগড়াগড় কাণ্ডের ফাইল চাইলেন অমিত, কোন পথে বঙ্গ রাজনীতি?

কলকাতা: শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতেই খাগড়াগড় কাণ্ডের ফাইল চাইলেন অমিত শাহ৷ এনআইএ’র হাতে থাকা খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের তদন্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট তদব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতেই খাগড়াগড় কাণ্ডের নথি তলবের ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ পর্যবেক্ষক মহলের মতে, এই রিপোর্ট তলবের মধ্যে দিয়ে রাজ্যে জেএমবি জঙ্গি সংগঠনের

এবার খাগড়াগড় কাণ্ডের ফাইল চাইলেন অমিত, কোন পথে বঙ্গ রাজনীতি?

কলকাতা: শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতেই খাগড়াগড় কাণ্ডের ফাইল চাইলেন অমিত শাহ৷ এনআইএ’র হাতে থাকা খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের তদন্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট তদব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতেই খাগড়াগড় কাণ্ডের নথি তলবের ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

পর্যবেক্ষক মহলের মতে, এই রিপোর্ট তলবের মধ্যে দিয়ে রাজ্যে জেএমবি জঙ্গি সংগঠনের হালহকিকৎ জানতে  চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ ইতিমধ্যেই বাংলাদেশি এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে ভারত৷ এবার সেই জেএমবি জঙ্গিদের কার্যকলাপ সংক্রান্ত ফাইল চেয়ে পাঠানোর মধ্য দিয়ে ফের কেন্দ্র-রাজ্যের সংঘাত বৃদ্ধির আশঙ্কা পর্যবেক্ষক মহলের৷ কেননা, খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় শাসকদলের মদত থাকায় অভিযোগ আছে বলে আগেই অভিযোগ তুলেছিল বিজেপি নেতৃত্ব৷ গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও নির্বাচনী প্রচারে দাঁড়িয়েও হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন অমিত৷ এবার ফাল চেয়ে পাঠানোর ঘটনায় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷

সূত্রের খবর, অমিত শাহ জোর দিতে চাইছেন এনআইএর হাতে থাকা মামলার উপরেও৷ কারণ দেশের যে হারে  জঙ্গি কার্যকলাপ বাড়ছে, তা নিয়ন্ত্রণে আনা অমিত শাহের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ সূত্রের খবর, এবিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনাও করে ফেলেছেন অমিত শাহ৷ এনআইএ’র কাছেও পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টও চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পর্যালোচনা হবে বলে খবর৷

সূত্রের খবর, খাগড়াগড় ছাড়াও বাংলায় অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে, তারও বর্তমান হাল জানতে চাওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে৷ ফলে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই তৎপরতা রাজ্যের উপর যে চাপ বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =