এবার হস্টেলে থাকার বিধি নিষেধ প্রকাশ করল কমিশন

নয়াদিল্লি: শিশুদের থাকার হস্টেলে কী কী খাবার দেওয়া হবে, কী ধরনের পোশাক দিতে হবে ইত্যাদির নিয়ম বেঁধে দিল জাতীয় শিশু কমিশন। এ নিয়ে তারা একটি বিধিও প্রকাশ করল। সেখানেই এনিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কীভাবে হস্টেল চলবে, তা খোলার জন্য কী কী দেখা দরকার, বিধি লঙ্ঘন করার সাজাই বা কী হবে ইত্যাদি সব কিছুই বলা

40296b9d6f150c3a941d42487c7753df

এবার হস্টেলে থাকার বিধি নিষেধ প্রকাশ করল কমিশন

নয়াদিল্লি: শিশুদের থাকার হস্টেলে কী কী খাবার দেওয়া হবে, কী ধরনের পোশাক দিতে হবে ইত্যাদির নিয়ম বেঁধে দিল জাতীয় শিশু কমিশন। এ নিয়ে তারা একটি বিধিও প্রকাশ করল। সেখানেই এনিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কীভাবে হস্টেল চলবে, তা খোলার জন্য কী কী দেখা দরকার, বিধি লঙ্ঘন করার সাজাই বা কী হবে ইত্যাদি সব কিছুই বলা হয়েছে তাতে। রাজ্যগুলিকে তা পাঠিয়েও দেওয়া হয়েছে। বিধিতে বলা হয়েছে, রোজ চার বেলা খাবার দিতে হবে বাচ্চাদের।

তাদের পুষ্টির কথা মাথায় রেখে খাদ্যতালিকাও তৈরি করে দেওয়া হয়েছে। ভাত কতটা দেওয়া হবে, খাবারে নুন-হলুদের পরিমাণই বা কতটা থাকবে, তা একেবারে বেঁধে দেওয়া হয়েছে। সপ্তাহে অন্তত একদিন বাচ্চাদের মাংস দিতে হবে হস্টেলগুলিকে। দই বা ছাঁচ একেবারে বাধ্যতামূলক। খাদ্যতালিকার পাশাপাশি প্রতিনিয়ত বাচ্চাদের মেডিক্যাল পরীক্ষা আবশ্যিক। কারও কোনও সমস্যা থাকলে, তার সেই মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। থাকার জন্য পোশাকও দেওয়ার কথা হস্টেলগুলির। ভর্তির সময় দু’টি জামা দিতেই হবে।

তারপর প্রতি ছ’মাস অন্তর একটি করে তা দিতে হবে। প্যান্টও ভর্তির সময় দু’টি করে দিতে হবে এবং ছ’মাস অন্তর একটি করে দিতে হবে। শীতের বস্ত্রও সময় করে দিতে হবে। হস্টেল চালুর জন্য অনুমতি প্রয়োজন রয়েছে। কিন্তু তার পুনর্নবীকরণও সময়ের মধ্যেই করে ফেলতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিধিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ শেষের অন্তত তিন মাস আগে পুনর্নবীকরণের আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *