এবার কি চাকরিতে সংরক্ষণ প্রথা তুলে দিচ্ছে কেন্দ্র?

নয়াদিল্লি: সরকারি চাকরিতে সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার পক্ষে কার্যত জোর সওয়াল করলেন রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত৷ দিল্লির একটি অনুষ্ঠানে আরএসএস প্রধানের দাবি, সংরক্ষণ নিয়ে এই মুহূর্তে গোটা দেশজুড়ে বিস্তারিত আলোচনা হওয়ার প্রয়োজন৷ সংরক্ষণের পক্ষে ও বিপক্ষে উভয় পক্ষের মতামত নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে বলেও জানান তিনি৷ আর মোহন ভাগবতের এই মন্তব্য ঘিরে

ef318c5aea9207c59f066e5d5128b278

এবার কি চাকরিতে সংরক্ষণ প্রথা তুলে দিচ্ছে কেন্দ্র?

নয়াদিল্লি: সরকারি চাকরিতে সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার পক্ষে কার্যত জোর সওয়াল করলেন রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত৷ দিল্লির একটি অনুষ্ঠানে আরএসএস প্রধানের দাবি, সংরক্ষণ নিয়ে এই মুহূর্তে গোটা দেশজুড়ে বিস্তারিত আলোচনা হওয়ার প্রয়োজন৷ সংরক্ষণের পক্ষে ও বিপক্ষে উভয় পক্ষের মতামত নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে বলেও জানান তিনি৷ আর মোহন ভাগবতের এই মন্তব্য ঘিরে দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷

পর্যবেক্ষক মহলের একাংশ অবশ্য মনে করছেন, ঠিক যেভাবে কাশ্মীর থেকে রাতারাতি ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র, ঠিক সেভাবেই কি এবার চাকরির ক্ষেত্রে সংরক্ষণ কথা তুলে দিতেও তেমন কোনও পদক্ষেপ নেবে কেন্দ্রের মোদি সরকার? মোহন ভাগবতের এই মন্তব্য তপশিলি জাতি, উপজাতি শ্রেণির বিরুদ্ধে যেতেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে৷

বিতর্ক শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে খোদ আরএসএস৷ সঙ্ঘপ্রধানের মন্তব্য ঘিরে বিতর্ক জারি হওয়ার পর বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণির জন্য সংবিধান স্বীকৃত সংরক্ষণ ব্যবস্থায় সম্পূর্ণ সমর্থন করে আরএসএস৷ মোহন ভাগবতের মন্তব্য নিয়ে অহেতুক জল ঘোলা করা হচ্ছে বলেও সংগঠনেক তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *