এবার প্রধান বিরোধী দলের মর্যাদাও হারাল রাহুলের কংগ্রেস

নয়াদিল্লি: আমেথির হার মেনে নিয়ে স্মৃতি ইরানিকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি ফের দেশের প্রধানমন্ত্রী হতে যাওয়ায় তাঁকেও অভিনন্দন জানিয়েছেন৷ হারের জন্য রাহুল গান্ধী সভাপতির পদ থেকে ইস্তফাও দিতে চেয়েছেন বলে জল্পনা তৈরি হয়েছে৷ ২০১৪ সালের মোদি ঝড় ২০১৯-এ সুনামিতে পরিণত হওয়ায় এবার লোকসভায় প্রধান বিরোধী দলের মর্যদাও ধরে রাখতে পারলেন না রাহুল গান্ধী!

এবার প্রধান বিরোধী দলের মর্যাদাও হারাল রাহুলের কংগ্রেস

নয়াদিল্লি: আমেথির হার মেনে নিয়ে স্মৃতি ইরানিকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি ফের দেশের প্রধানমন্ত্রী হতে যাওয়ায় তাঁকেও অভিনন্দন জানিয়েছেন৷ হারের জন্য রাহুল গান্ধী সভাপতির পদ থেকে ইস্তফাও দিতে চেয়েছেন বলে জল্পনা তৈরি হয়েছে৷ ২০১৪ সালের মোদি ঝড় ২০১৯-এ সুনামিতে পরিণত হওয়ায় এবার লোকসভায় প্রধান বিরোধী দলের মর্যদাও ধরে রাখতে পারলেন না রাহুল গান্ধী!

১৯৫২ সালের প্রথম লোকসভা থেকে শুরু করে এ পর্যন্ত প্রথাগত নিয়ম হল, কোনও দলকে বিরোধী দলনেতার মান্যতা পেতে হলে লোকসভার মোট ৫৪৩টি আসনের ১০ শতাংশ, অর্থাৎ ৫৪টি আসন পেতে হয়৷ এক্ষেত্রে কংগ্রেসের তা নেই৷ কংগ্রেস নিজে পেয়েছে মাত্র ৫২টি আসন৷ ফলে, প্রধান বিরোধী দলের মর্যদাতে পেতে হলে কংগ্রসেরে প্রয়োজন আরও দু’টি আসন৷ সংসদের বিধি অনুযায়ী, বিরোধী দলনেতার স্বীকৃতির জন্য সংসদের মোট আসন সংখ্যার ১০ শতাংশ না থাকলে বিরোধী দলের তমকা পাওয়া যায় না৷ গতবার ২০১৪-র নির্বাচনের ফল প্রকাশের পরও এই একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল কংগ্রেসকে৷ তবে, এটাই প্রথম নয়, আর আগে ১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রথম পাঁচটি সংসদীয় নির্বাচনে কোনও বিরোধী দলনেতা ছিলেন না৷

শোচনীয় হারের পর নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ রাহুল গান্ধীর৷ সূত্রের খবর, আজ ফলাফলের ট্রেন্ড দেখে মা সোনিয়ার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী৷ ছিলেন প্রিয়াঙ্কাও৷ মা ও বোনের সামনে সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান রাহুল গান্ধী৷

ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের পাশাপাশি হারের দায় নিজের ঘাড়ে নেন রাহুল৷ জানিয়ে দেন, যেহেতু তিনি নিজে নির্বাচনে হেরেছেন ও দলের শোচনীয় হার হয়েছে, তাই তিনি ইস্তফা দিতে চান৷ পরে মা সোনিয়া রাহুলকে বোঝানোর চেষ্টা করেন৷ কেন দলের এই অবস্থা? তা পর্যালোচনার জন্য আগামী সপ্তাহে ওয়ারকিং কমিটির জরুরি বৈঠকে ডাকার কথাও জানান সোনিয়া৷ সেখানে গোটা বিষয়টি আলোচনা করা হবে বলে সূত্রের খবর৷ ওই বৈঠকের পরই খুব সম্ভবত ইস্তফা দেওয়ার প্রসঙ্গটি উঠবে৷

তবে, গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজিওয়ালা৷ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পদত্যাগের প্রস্তাব ভুয়ো বলেও জানান তিনি৷ কর্মীদের মনোবল ভাঙতেই এই জল্পনা ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 14 =