নয়াদিল্লি: মোদিলাই বলে কোনও শব্দ তাদের অভিধানে নেই। জানিয়ে দিল অক্সফোর্ড ডিকশনারি। গতকালই রাহুল গান্ধী বলেছিলেন, অক্সফোর্ড এই শব্দটি নতুন যুক্ত করেছে।
এদিন সংস্থার তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়, এমন কোনও শব্দ অক্সফোর্ডের কোনও অভিধানেই নেই। নিজেদের সরকারি ট্যুইটারে অক্সফোর্ড লিখেছে, ‘মোদিলাই’ সংক্রান্ত যে ছবি দেখানো হয়েছে, তা জাল। গতকাল রাহুল বলেছিলেন, মোদিলাই মানে সত্যকে ক্রমাগত পরিবর্তন করা, অভ্যাসগত ও অবিরত মিথ্যা বলা অথবা বিরামহীন মিথ্যা বলা।