নয়াদিল্লি: তাঁর তৈরি স্লোগান ‘চৌকিদার চোর হ্যায়’ এখন রাজনীতির মঞ্চ দাপাচ্ছে। এবার নতুন শব্দ প্রয়োগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
‘মোদিলাই’! ওয়েবসাইটের একটি পেজে এই নতুন শব্দটি উল্লেখ করে রাহুল বলেছেন, ‘যাঁরা অনবরত মিথ্যা কথা বলে তাঁদের জন্য ‘মোদিলাই’ একেবার উপযুক্ত শব্দ। শব্দটি খুব শীঘ্রই গোটা দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠবে।’ এর পরেই রাহুলের সংযোজন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিটি ইস্যুতেই মিথ্যা কথা বলে চলেছেন। এমন কী দেশের প্রতিরক্ষার সঙ্গে জড়িত রাফাল চুক্তি নিয়েও তিনি মিথ্যা বলেছেন।’
এমন একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় ফিরতে পারবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন রাহুল। বিহারে বিক্রম জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেছেন, ‘অত্যন্ত সচেতনভাবে দুর্নীতির প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। তার বদলে প্রচারে মিথ্যার আশ্রয় নিয়েছেন। তাঁর মুখে উন্নয়নের কোনও কথা নেই। দেশকে দিশা দেখানোর কোনও পরিকল্পনা নেই। তাই আগামী ২৩ মে প্রধানমন্ত্রীকে বিদায় সম্ভাষণ জানাতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন দেশবাসী।’