এবার জল নিয়েও জাতিভেদ! লাঠি হাতে জল পাহারা উঁচু জাতীর

লখনউ: ধর্ম নিয়ে রাজনীতি সে তো আনেক পুরানো৷ এবার জল নিয়েও শুরু হয় জাতিভেদ৷ নীচু জাতীর মানুষরা যাতে জন না পান, তার জন্য জল পাহারা বসানোর অভিযোগ উঁচু জাতীর বিরুদ্ধে৷ জলসঙ্কটের ভয়াবহতার ছবি এবার ধরা দিল উত্তরপ্রদেশে৷ জানা গিয়েছে, যোগীর রাজ্যে বুন্দেলখণ্ড জেলার চিত্রকূট এলাকায় কয়েক সপ্তাহ ধরে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে৷ জলের অভাবের সঙ্গে

এবার জল নিয়েও জাতিভেদ! লাঠি হাতে জল পাহারা উঁচু জাতীর

লখনউ: ধর্ম নিয়ে রাজনীতি সে তো আনেক পুরানো৷ এবার জল নিয়েও শুরু হয় জাতিভেদ৷ নীচু জাতীর মানুষরা যাতে জন না পান, তার জন্য জল পাহারা বসানোর অভিযোগ উঁচু জাতীর বিরুদ্ধে৷ জলসঙ্কটের ভয়াবহতার ছবি এবার ধরা দিল উত্তরপ্রদেশে৷

জানা গিয়েছে, যোগীর রাজ্যে বুন্দেলখণ্ড জেলার চিত্রকূট এলাকায় কয়েক সপ্তাহ ধরে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে৷ জলের অভাবের সঙ্গে জাতিভেদ প্রথাও জুড়ে গিয়েছে চিত্রকূটে৷ আর তার জেরেই বেঁচে থাকায় এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷

প্রতি বছরের মতো এবারের গরমেও এলাকার প্রায় সমস্ত কল ও হ্যান্ড পাম্প জলশূন্য৷ বাইরে থেকে ট্যাঙ্কার ভাড়া করে জল নেওয়া হচ্ছে৷ অভিযোগ, জলের ট্যাঙ্কার দলিত বস্তির বুকের উপর দিয়ে নিয়ে যাওয়া হলেও এক বিন্দুও জল দেওয়া হচ্ছে না বাস্তিবাসীদের৷ ফলে, জল আনতে বস্তির বাইরের কলেই যেতে হচ্ছে তাঁদের৷ কিন্তু, এতেই না-পছন্দ ‘উচ্চ জাতে’র মানুষদের৷ কল থেকে জল নেওয়া তো দূরের কথা, ট্যাঙ্কারের কাছেও যাওয়াও অনুমতি দেওয়া হচ্ছে না দলিতদের৷ টিউবওয়েল ও কলের সামনে লাঠি হাতে মজুত থাকেন পাহারাদার! অভিযোগ, সেখানে দলিতরা জল নিতে এলে লাঠি দিয়ে মারে তারানো হচ্ছে৷ বাদ যাচ্ছেন না মহিলা ও শিশুরাও৷ ওই দলিত বস্তির মধ্যে রয়েছে একটি মাত্র জলের কল৷ সেটিও খারাপ হয়ে পড়ে রয়েছে বলে বস্তিবাসীদের অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =