এবার আর গেরুয়া রঙ মাখবেন না মোদি-শাহ, না পছন্দ ভিড়ভাট্টা!

এবার আর গেরুয়া রঙ মাখবেন না মোদি-শাহ, না পছন্দ ভিড়ভাট্টা!

নয়াদিল্লি: বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে করোনা-আতঙ্ক৷ ভারতেও থাবা বসিয়েছে এই মারক ভাইরাস৷ করোনা রুখতে বারবার ভিড়ভাট্টা এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ এই পরিস্থিততে দেশবাসীকে বার্তা দিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷  

বুধবার প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, ‘জনসমাবেশ এড়াতে চলতি বছর দোল খেলবেন না তিনি৷’ নোভেল করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে বারবার জমায়েত এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্বের বিশেষজ্ঞ মহল৷ সেই পরামর্শ মেনেই এই বছর হোলি মিলন উৎসবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন নমো৷ ট্যুইট করে দোনে অংশ না নেওয়ার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷  

সারা দেশে হোলির অঙ্গ হিসাবে হোলি মিলন উৎসব পালন করা হয়৷ চলতি মাসের ১০ তারিখ সারা দেশজুড়ে পালিত হবে রং-এর উৎসব৷ তবে এবছর করোনা-আতঙ্ক হোলির রং অনেকটাই ফিঁকে করবে বলে মনে করা হচ্ছে৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভারতে ছয় জন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ গতকাল ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ‘এই বিষয়ে একাধিক কেন্দ্রীয়মন্ত্রক ও বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে৷ করোনা ভাইরাস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত সে সম্পর্কেও কথা হয়েছে৷’ সতর্কতা অবলম্বন করতে ঘন ঘন হাত ধোয়া এবং হাচি বা কাশির সময় টিস্যু পেপার ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী৷

রাজধানীতে করোনা আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসে দিল্লি সরকার৷ করোনা মোকাবিলায় রাম মনোহর লোহিয়া এবং সফদরজং হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানান, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷ সরকারের পক্ষ থেকে মেডিক্যাল স্টাফদের জন্য তিন লক্ষ এন৯৫ মাস্কের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি৷

জৈন আরও জানান, ২৫টি হাসপাতালে ২৩০টি বেডের ব্যাবস্থা করা হয়েছে৷ মেডিক্যাল স্টাফদের জন্য আট হাজার মেডিক্যাল কিট দেওয়া হয়েছে৷ সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 6 =