এবার মিউচুয়াল ফান্ডেও কমতে পারে বৃদ্ধির হার, আশঙ্কা সেবি’র

এবার মিউচুয়াল ফান্ডেও কমতে পারে বৃদ্ধির হার, আশঙ্কা সেবি’র

কলকাতা: চলছে বিশ্ব আর্থিক মন্দা৷ দিনে দিনে কমছে সুদের হার৷ টালমাটাল শেয়ার বাজার৷ ফলে, নিয়োগের কম ঝুঁকিপূর্ণ মিউচুয়াল ফান্ডে এতদিন টাকা রেখে কিছুটা নিশ্চিন্তে ছিলেন দেশের মধ্যবিও জনতা৷ এবার তাঁদের রাতের ঘুম উড়িয়ে বড়সড় আশঙ্কা কথা জানাল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি৷

বিশ্ব মন্দার কারণে এবার মিউচুয়াল ফান্ডে প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে সেবি৷ কলকাতায় আইসিসি আয়োজিত অনুষ্ঠানে সেবি’র সদস্য জি মহালিঙ্গম জানিয়েছেন, আমেরিকা ও চিনের মধ্যে সংঘাতের প্রভাব এবার মিউচুয়াল ফান্ডের উপর পড়বে৷ আমেরিকার-চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধের গেরোয় উদ্বিগ্ন গোটা বিশ্ব৷ ক্ষতির আশঙ্কা থেকে ভারত বাইরে থাকছে পারছে না৷ কেননা, ভারতীয় অর্থনীতিতে বড় ভিত মিউচুয়াল ফান্ড৷ এবার চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধে নগদ জোগানের টান পড়ার আশঙ্কা থেকেই মিউচুয়াল ফান্ডে প্রভাব পড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন ওই সেবি সদস্য৷ তাঁর দাবি, আমেরিকায় নগদ জোগান কমচ্ছে৷ ফি বছরে প্রায় ৬৬ হাজার কোটি মার্কিন ডলার বাজার থেকে তুলে নিয়েছে মার্কিন সরকার৷ এর প্রভাব গোটা বিশ্বে পড়ছে৷ মিউচুয়াল ফান্ডেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷

তাঁর মতে, বেশি ঝুঁকির পরিস্থিতি আটকাতে বাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাঁরাও রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন সামনে আনতে চলেছেন৷ মিউচুয়াল ফান্ড ব্যবসাকে প্রসারিত করতে সংস্থাগুলির আরও বেশি দক্ষ ব্যবস্থাপনার দরকার বলেও জানিয়েছেন তিনি৷ এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড ব্যবসার বৃদ্ধির হার বছরে ২০-২২শতাংশ৷ কিন্তু এই সাফল্য সময় একই রমক থাকবে, এটা আশা করা যায় যাচ্ছে না৷ ফলে ভবিষ্যতে বৃদ্ধির হার কমতে পারে বলেও আশঙ্কা তাঁর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *