এবার আপনার অ্যাকাউন্টে ৭.৫ লাখ টাকা জমা করাবেন মোদি!

রাজস্থান: ভোট আসছে৷ ভোটের আগে কংগ্রেস শাসিত রাজ্যে গিয়েছে ফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার জনসভা থেকে মোদি সাফ জানিয়ে দেন, আগামী ১০ বছরে দেশের কৃষকদের অ্যাকাউন্টে মোট ₹৭.৫ লাখ জমা করা হবে৷ এর আগে গত লোকসভা নির্বাচনের আগে দেশের প্রতিটি জনগণের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পৌঁছে দেবেন

1985ee62225aa8769f25e9368934ddf3

এবার আপনার অ্যাকাউন্টে ৭.৫ লাখ টাকা জমা করাবেন মোদি!

রাজস্থান: ভোট আসছে৷ ভোটের আগে কংগ্রেস শাসিত রাজ্যে গিয়েছে ফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার জনসভা থেকে মোদি সাফ জানিয়ে দেন, আগামী ১০ বছরে দেশের কৃষকদের অ্যাকাউন্টে মোট ₹৭.৫ লাখ জমা করা হবে৷

এর আগে গত লোকসভা নির্বাচনের আগে দেশের প্রতিটি জনগণের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন মোদি৷ কিন্তু, সেই প্রতিশ্রুতি পূরণ করা যে সম্ভব নয়, তা ভালোই জানতেন নমো৷ গতবারের দেওয়া প্রতিশ্রুতি থেকে শিক্ষা নিয়ে এবার কিছু প্রতিশ্রুতিতে লাগাম টানলেন মোদি৷ ১৫ লক্ষের বদলে এবার কৃষকদের অ্যাকাউন্টে ₹৭.৫ লাখ দেওয়ার ঘোষণা করেন তিনি৷

যদিও, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে মোদি সরকারের শেষ বাজেটে বেশ কিছু ঘোষণা করে কেন্দ্র৷ ২০১৯- আর্থিক বাজেটে ছোট কৃষকদের জন্য ছয় হাজার টাকা করে সাহায্যদেওয়ার কথা ঘোষণা হল।  প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা চালু করল কেন্দ্র, এর আওতায় ২ হেক্টর পর্যন্ত জমি যাঁদের আছে তাঁদের ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে।

এর ফলে ১২ কোটি কৃষক উপকৃত হবেন ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য চালু করা এই নতুন যোজনায়।  এর জন্য ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার সরাসরি ইনকাম সাপোর্টের মাধ্যমে ভর্তুকি দেবে। ২০১৮ থেকে লাগু করার কথা জানানো হয়েছে। ফলে  প্রথম কিস্তি অতি শিগগির দেওয়া হবে। কিষাণ ক্রেডিটকার্ডে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন কৃষকরা,একইভাবে পশুপালনের জন্য থাকছে ক্রেডিট কার্ড যেখানে দুই শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে। গ্রামীণ ভারতকে উন্নত করতে চায় কেন্দ্র তাই প্রথমেই কুটির শিল্পের জন্য উদ্যোগী হতে হবে। গ্রামীণ শিল্পের পাশাপাশি এই আওতায় আসছে ছোট ও মাঝারি শিল্প গুলি। এবার এগুলি দেখভালের দায়িত্ব এবার সরকারের। স্বাস্থ্য পরিষেবাতেও আসছে জোয়াড়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *