এবার ‘পরীক্ষা পে চর্চা’ বসছেন মোদি, বাধা বাংলার

নয়াদিল্লি: আগামী ২৯ জানুয়ারি পরীক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকদের বার্তা দিতে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে অংশ নেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ওই অনুষ্ঠান হবে। পরীক্ষার্থীদের মনে সাহস যোগানোর পাশাপাশি তাদের চাপমুক্ত করতেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের এই উদ্যোগ। এর আগেও একবার পরীক্ষা পে চর্চা নামে অনুষ্ঠানে বোর্ডের পরীক্ষায় বসতে যাওয়া ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা

এবার ‘পরীক্ষা পে চর্চা’ বসছেন মোদি, বাধা বাংলার

নয়াদিল্লি: আগামী ২৯ জানুয়ারি পরীক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকদের বার্তা দিতে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে অংশ নেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ওই অনুষ্ঠান হবে। পরীক্ষার্থীদের মনে সাহস যোগানোর পাশাপাশি তাদের চাপমুক্ত করতেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের এই উদ্যোগ।

এর আগেও একবার পরীক্ষা পে চর্চা নামে অনুষ্ঠানে বোর্ডের পরীক্ষায় বসতে যাওয়া ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী। দিয়েছিলেন ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরও। এমনকী কৌশলে রাজনৈতিক বার্তাও। এবারও লোকসভা ভোটের আগে ফের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করার পিছনেও ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের মন জয়ের চেষ্টা বলেই মনে করা হচ্ছে। সেই মতোই গতবার স্রেফ ছাত্রছাত্রী থাকলেও এবার অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গেও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।কিন্তু, কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হলেও রাজ্য তা পালন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + sixteen =