নরসিংহ অবতারের সঙ্গে এবার মোদিকে তুলনা উপ-মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি নাকি ‘নরসিংহ অবতার’ গ্রহণ করেছেন! এমনটাই বিশ্বাস করেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী ও পানীরসেলভাম। এবিষয়ে তাঁর মন্তব্য, ‘‘নরেন্দ্র মোদি স্বয়ং বিষ্ণুর অবতার।’’ এর ঠিক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী বিমান হামলায় পাকিস্তানে সন্ত্রাসীদের ‘নির্মূল’ করার বিষয়ে প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা করেছিলেন। ও পানীরসেলভাম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের হুমকির মুখে নত হননি। এর বদলে তিনি

নরসিংহ অবতারের সঙ্গে এবার মোদিকে তুলনা উপ-মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি নাকি ‘নরসিংহ অবতার’ গ্রহণ করেছেন! এমনটাই বিশ্বাস করেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী ও পানীরসেলভাম।

এবিষয়ে তাঁর মন্তব্য, ‘‘নরেন্দ্র মোদি স্বয়ং বিষ্ণুর অবতার।’’ এর ঠিক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী  বিমান হামলায় পাকিস্তানে সন্ত্রাসীদের ‘নির্মূল’ করার বিষয়ে প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা করেছিলেন। ও পানীরসেলভাম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের হুমকির মুখে নত হননি। এর বদলে তিনি ‘নরসিংহ অবতার’ গ্রহণ করেছেন। পুরাণ অনুযায়ী দৈত্য রাজা হিরণ্যকশিপুকে বধ করতে বিষ্ণু সিংহের মাথা ও মানব দেহের এক অবতারে আবির্ভূত হন।

কন্যাকুমারীতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিবেশী দেশটির সন্ত্রাসবাদের হুমকিতে নত না হয়ে প্রধানমন্ত্রী নরসিংহের অবতার গ্রহণ করেছেন এবং শত শত সন্ত্রাসবাদীকে শেষ করেছেন, যা বিশ্বের সকলেই প্রশংসা করেছেন।” জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনের সিআরপিএফ জওয়ানের হত্যার পর পাকিস্তানে ২৬ ফেব্রুয়ারি বায়ু হামলা চালায় ভারত, যাতে সন্ত্রাসীদের একটি ঘাঁটি সহ ৩০০ সন্ত্রাসবাদীকে উড়িয়ে দেওয়ার দাবি করেছে সরকার। সাহসী ও নিরপেক্ষভাবে বহিরাগত হুমকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন উপমুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 3 =