লোকসভার পর এবার ‘অপশাসন’ বাংলা বিজেপির

নয়াদিল্লি: এবার পশ্চিমবঙ্গের অপশাসন শেষ করবে বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের সভাপতি অমিত শাহ বলেন, সেই রাজ্যে বিজেপি ১৮ আসনে জিতেছে। এত হিংসা সত্ত্বেও এত আসনে জেতা প্রমাণ করছে, আগামি দিনে পশ্চিমবঙ্গে বিজেপি তাদের শক্তিপ্রতিষ্ঠা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এবার ভোটারদের ভোটদানের পরিমাণ স্বাধীনতার পরে সর্বোচ্চ। ভারত একজোট হয়ে বিজেপিকে জিতিয়েছে। অমিত

লোকসভার পর এবার ‘অপশাসন’ বাংলা বিজেপির

নয়াদিল্লি: এবার পশ্চিমবঙ্গের অপশাসন শেষ করবে বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের সভাপতি অমিত শাহ বলেন, সেই রাজ্যে বিজেপি ১৮ আসনে জিতেছে। এত হিংসা সত্ত্বেও এত আসনে জেতা প্রমাণ করছে, আগামি দিনে পশ্চিমবঙ্গে বিজেপি তাদের শক্তিপ্রতিষ্ঠা করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এবার ভোটারদের ভোটদানের পরিমাণ স্বাধীনতার পরে সর্বোচ্চ। ভারত একজোট হয়ে বিজেপিকে জিতিয়েছে। অমিত বলেন, মোদির বিরুদ্ধে সব প্রচার ব্যর্থ হয়েছে। বিজেপি যেখানে ১৭টি রাজ্যে ৫০ ভাগ ভোট পেয়েছে, সেখানে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কংগ্রেস একটি আসনও পায়নি।

বিপুল জয়ের পরও রাজধানীতে দাঁড়িয়ে পাঁচ-পাঁচ বার বাংলার নাম টেনে আনলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ কোন রাজ্যে কেমন ফলাফল হচ্ছে, এই নিয়ে কথা বলতে গিয়ে বাংলার প্রসঙ্গ টানে আনেন অমিত শাহ৷

টানা পাঁচ বার বাংলার নাম মুখে এনে গর্জে উঠে শাহ৷ বলেন, ‘‘বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে…৷’’ ভারত মাতা কি জয়ের ধ্বনি দিয়ে বলেন, ‘‘বাংলায় এত অত্যাচার, এত রিগিং হওয়া সত্ত্বেও বিজেপি ১৮টি আসনে জয়ী হয়েছে৷ বাংলায় বিজেপির ঝড় উঠেছে৷’’

এদিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকেও কটাক্ষ করেন অমিত শাহ৷ বলেন, বুথ ফেরত সমীক্ষার ফলাফল ভুল, ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে ২১টি রাজনৈতিক দল দিল্লি মাথায় তুলে নিয়েছিল৷ বিশেষ করে চন্দ্রবাবু নাইডু যদি এতটা পরিশ্রম আগে করতেন, তাহলে হয়তো আপনার খাতা খুলত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =