ভেসে গেল বিশ্ব হেরিটেজ তালিকার এই মন্দির, বড় ক্ষতির আশঙ্কা

কর্ণাটক: বানভাসী কর্ণাটক৷ জলের নীচে বিশ্ব হেরিটেজ সাইটের তালিকায় থাকা মন্দির হাম্পিও৷ জলের নীচে অর্ধেকের বেশি ডুবে গিয়েছে মন্দির৷ তুঙ্গভদ্র নদীর তীরে অবস্থিত পুরাণদারা মনতপা মন্দির৷ জলের তলায় বৃন্দাবন গড্ডে ও মারকেন্দেশ্বরা মন্দির৷ ভেসে গিয়েছে হাম্পি থানাও৷ লাগাতার ভারী বৃষ্টির জেরে ক্ষতির মুখে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় থায় হাম্পি মন্দির৷ ঘর ছাড়া বহু মানুষ৷ তুঙ্গভদ্র

ভেসে গেল বিশ্ব হেরিটেজ তালিকার এই মন্দির, বড় ক্ষতির আশঙ্কা

কর্ণাটক: বানভাসী কর্ণাটক৷ জলের নীচে বিশ্ব হেরিটেজ সাইটের তালিকায় থাকা মন্দির হাম্পিও৷ জলের নীচে অর্ধেকের বেশি  ডুবে গিয়েছে মন্দির৷

তুঙ্গভদ্র নদীর তীরে অবস্থিত পুরাণদারা মনতপা মন্দির৷ জলের তলায় বৃন্দাবন গড্ডে ও মারকেন্দেশ্বরা মন্দির৷ ভেসে গিয়েছে হাম্পি থানাও৷ লাগাতার ভারী বৃষ্টির জেরে ক্ষতির মুখে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় থায় হাম্পি মন্দির৷ ঘর ছাড়া বহু মানুষ৷ তুঙ্গভদ্র বাঁধ থেকে ১.৭০ লাখ কিউসেক জল ছাড়াতেই ডুবে গিয়েছে মন্দির৷ তিন-চার দিনে মন্দির জলে নীচে চলে আসায় বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =