মাত্র ৯,৫০০ টাকার চাঁদে জমি কিনলেন এই ব্যক্তি

নয়াদিল্লি: বিক্রি হচ্ছে চাঁদে জমি৷ জমি বিক্রি শুরু হতেই ঢল নেমেছে ক্রেতাদেরও৷ ২০০৩ সালে রাজীব ভি. বাগডি চাঁদে ৫ একর জমি কিনে রেখেছেন মাত্র ১০ ডলারে৷ ভারতীয় মুদ্রায় তা মেরেকেটে সাড়ে ন’হাজার টাকা৷ তিনি বিশ্বাস করেন, পৃথিবার এতো চাঁদে জমি কনতেও একদিন ভিড় হবে৷ উঠবে দাম৷ বাগড়ির মতে ২০৩০ সালে চাঁদে যাওয়া শুরু হয়ে যাবে৷

মাত্র ৯,৫০০ টাকার চাঁদে জমি কিনলেন এই ব্যক্তি

নয়াদিল্লি: বিক্রি হচ্ছে চাঁদে জমি৷ জমি বিক্রি শুরু হতেই ঢল নেমেছে ক্রেতাদেরও৷ ২০০৩ সালে রাজীব ভি. বাগডি চাঁদে ৫ একর জমি কিনে রেখেছেন মাত্র ১০ ডলারে৷ ভারতীয় মুদ্রায় তা মেরেকেটে সাড়ে ন’হাজার টাকা৷ তিনি বিশ্বাস করেন, পৃথিবার এতো চাঁদে জমি কনতেও একদিন ভিড় হবে৷ উঠবে দাম৷

বাগড়ির মতে ২০৩০ সালে চাঁদে যাওয়া শুরু হয়ে যাবে৷ তিনি চান, প্রথমে তিনি এই জমিটি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেবেন৷ একটি আয়ুর্বেদিক দোকানের মালিক ছোটো থেকে চাঁদের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল তাঁর৷ ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে ওই জমি কেনেন তিনি৷ এমনকী চাঁদে জমি কেনার কাগজ পত্রও তাঁর কাছে পৌঁছে গিয়েছে৷ যেখানে পরিষ্কার করেই লেখা তাঁর চাঁদের আধিপত্যের কথা৷ যদি চাঁদ কোনওদিন বসবাসের যোগ্য হয় তাহলে ওই জমির অধিকারী হবেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 12 =