বিদেশ থেকে দেশের ২ লক্ষ পড়ুয়ার শিক্ষার দায়িত্ব দিলেন NRI বিশ্বজিৎ

বিদেশ থেকে দেশের ২ লক্ষ পড়ুয়ার শিক্ষার দায়িত্ব দিলেন NRI বিশ্বজিৎ

ভুবনেশ্বর:  দেশের মাটি ছেড়ে বিদেশ বিভুঁইয়ে থাকা মানুষগুলোর মন জুড়ে রয়েছে শুধুই ভারত৷ দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা তাঁদের তাড়া করে বেড়ায়৷ এদের মধ্যেই লুকিয়ে রয়েছে ‘স্বদেশ’-এর শত শত মোহন ভার্গব৷ 

এমনই একজন প্রবাসী ভারতীয় হলেন বিশ্বজিৎ নায়েক৷ যিনি সুদূর ক্যালিফোর্নিয়ায় থেকেও এদেশে শুরু করেছেন তাঁর অভিযান ‘শিক্ষা’৷ নায়েক বলেন, ‘‘আমরা অনেকেই দেশ থেকে বহু দূরে দুটি বিশ্বের মধ্যে বাস করি৷ একটি আমাদের বর্তমান ঠিকানা, আর অন্যটি যেখানে আমরা থাকতে চাই৷ গ্রামের ছেলে হিসাবে সবসময়ই চেয়েছি গ্রাম ছাড়িয়ে শহরে যেতে, তারপর দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে৷ তবে এখন খুব বেশি করে গ্রামে ফিরে যেতে চাই৷ আমার নিজের গ্রামের জন্য, নিজের মানুষের জন্য কিছু করতে চাই৷’’

তবে এই ইচ্ছাটাকে শুধুমাত্র বুকের মধ্যে চেপে রাখেননি তিনি৷ এগিয়ে গিয়েছেন নিজের লক্ষে৷ গ্রামের ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন তিনি৷ ছয় বছর আগে শুরু হয় তাঁর এই সফর৷ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস (MOOC) মডেলের অনুকরণে নায়েক শুরু করেন ‘শিক্ষা’৷ যেখানে সযত্নে গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে ওডিশা সহ দেশের ১৫টি ভাষায় শিক্ষার ব্যবস্থা করেছেন তিনি৷ নায়েক বলেন, ‘‘শহুরে পড়ুয়াদের মতো গ্রামের পড়ুয়াদের কাছেও আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছনো উচিত৷ তবে সেইসঙ্গে এই শিক্ষা তাদের উপযুক্ত ও তাদের সঙ্গে সম্পর্কিত হওয়াটাও জরুরি৷ কিন্তু এই দুইয়ের মিশ্রন পাওয়া খুবই মুশকিল ছিল৷ তাই আমরা নিজেদের মতো করে ওডিশার প্রত্যন্ত গ্রামের পড়ুয়াদের জন্য পাঠ্যসূচি তৈরি করেছি৷ এমনকী যে সকল জায়গায় ঠিকমতো বিদ্যুৎ বা ইন্টারনেট পরিষেবা নেই, সেই সকল জায়গাতেও শিক্ষার্থীদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দিচ্ছি৷’’

নারিগাঁওতে একটা ছোট্ট কোচিং সেন্টার থেকে আজ ১২০টিরও বেশি কোচিং সেন্টার গড়ে তোলা হয়েছে৷ তৈরি হয়েছে ৪০০টি স্কুল৷ তাদের পাঠ্যক্রম রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে এবং দেশের অন্যান্য প্রান্তে পৌঁছবে বলে তাঁরা আশাবাদী৷ বিশ্বজিৎ নায়েকের জন্ম ওডিশার জাজপুর জেলার নারিগাঁওয়ে৷ ছোটবেলা কেটেছে গ্রামের মেঠো পথেই৷ স্থানীয় স্কুল থেকে পাশ করার পর এনআইটি রাউরকেল্লা থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে বি-টেক পাশ করেন তিনি৷ নায়েক বলেন, স্কুল শিক্ষকের ছেলে হওয়ার ছোট থেকেই শিক্ষার গুরুত্বটা বুঝতে শিখেছি৷ ভারতে কিছু দিন কাজ করার পর ১৯৯৯ সালে ক্যালিফোর্নিয়ায় পাড়ি দেন নায়েক৷ কিন্তু দেশের মানুষের জন্য কিছু করার তাগিদে শুরু করেন ‘শিক্ষা’৷ প্রতিবছর একবার হলেও দেশে ফেরেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =