সাংবাদিকদের নিরাপত্তার কথা ভাবুন, কেন্দ্রকে আর্জি সংবাদকর্মী সংগঠনের

সাংবাদিকদের নিরাপত্তার কথা ভাবুন, কেন্দ্রকে আর্জি সংবাদকর্মী সংগঠনের

নয়াদিল্লি: নিজেদের জীবন বিপন্ন করে সংবাদ সংগ্রহ করেন সাংবাদিকরা। সাহসী খবর করলে খুনের হুমকি পাওয়া সাংবাদিক জীবনে নতুন কিছু নয়। সংবাদের কারণে বার বার সংবাদিকদের হেনস্তার শিকার হতে হয়েছে। খুন হতে হয়েছে।  কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আদৌ কেউ চিন্তিত নন।

ভারতে কেন্দ্রীয় স্তরে সাংবাদিক সুরক্ষা আইন তৈরি করে তা দ্রুত চালুর দাবি করল ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট (ইন্ডিয়া)।  বুধবার সংগঠনের নয়া সভাপতি রাসবিহারী (রাষ্ট্রীয় খবর) এই কথা জানান। সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এই আইন ছাড়াও নতুন আইনে সাংবাদিকদের সুরক্ষা ব্যাপারে যথাযথ সুযোগ দেওয়ার কথা জানাচ্ছি।’’

উল্লেখ্য, মহারাষ্ট্রে কিছুকাল আগে রাজ্যস্তরে এই আইন চালু হয়েছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি ‘জার্নালিস্ট অ্যান্ড নিউজপেপার এমপ্লইজ মিসেলিনিয়াস অ্যাক্ট, ১৯৫৫’-সহ কিছু শ্রম আইন বাতিল করে সেগুলোর নয়া রূপ দেওয়ার কথা ঘোষণা করেছে। সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য কেন্দ্রীয় স্তরে চাপ তৈরির কথাও জানিয়েছে এনইউজে (ইন্ডিয়া)। এনইউজে (ইন্ডিয়া)-র নতুন জাতীয় কমিটির মহাসচিব হয়েছেন প্রশান্ত গ্রেবাল। কোষাধ্যক্ষ হয়েছেন উত্তরপ্রদেশের অরবিন্দ সিং। সংগঠনের সর্বভারতীয় স্তরে পাঁচটি অঞ্চলের পাঁচ জন সহ-সভাপতি এবং পাঁচজন সম্পাদক হয়েছেন। তাঁদের মধ্যে পূর্বাঞ্চলের আছেন গুয়াহাটির ভূপেন গোস্বামী এবং ত্রিপুরার প্রশান্ত চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − one =